Narendra Modi: ‘মানুষের জন্য চিন্তায় আমার ঘুম উড়ে যায়’…নির্বাচনের আগে কেন এমনটা বললেন মোদী ?

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi: ‘আজকের এই হ্যাটট্রিকে চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে৷’ ঠিক এই ভাষাতেই সম্প্রতি চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বলতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন রাজ্যের বিপুল জয় আসলে বিজেপির উন্নয়নের রাজনীতি এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতিও মানুষের সমর্থন এমনটা মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মী-সমর্থকদের মুখে ছিল ‘মোদী কি গ্যারান্টি’ স্লোগান। আর এই একটা স্লোগানেই বাজিমাত গেরুয়া শিবিরের। যতদিন মোদীর গ্য়ারান্টি আছে ততদিন হতাশার কোনও কারণ নেই। এমনটাই মনে করেছেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা। লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীর মুখকে নতুনভাবে ব্যবহার করার ট্রেন্ড শুরু করেছে বিজেপি। বিভিন্ন জনমত সমীক্ষা বলছে বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই শিবিরের। এই দুই শিবির মানে অবশ্যই ক্ষমতাসীন তৃণমূল ও উনিশের লোকসভা ভোটে এরাজ্যে ভাল ফল করে তাক লাগিয়ে দেওয়া বিজেপি। লোকসভা ভোটে বিপুল জনসমর্থন পেয়ে দিল্লির মসনদে বসার পর থেকেই মোদী-শাহ জুটি বাংলা জয়ের স্বপ্ন দেখে চলেছেন।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মোদীর গ্য়ারান্টি নিছকই কথার কথা বা নির্বাচনী প্রতিশ্রুতি নয় বরং কয়েক দশকের কঠোর পরিশ্রমের ফলাফল। ‘এটি সমাজের প্রতি সংবেদনশীলতার বহিঃপ্রকাশ। আমি যখন গ্যারান্টির কথা বলি তখন আমি বিষয়টির মধ্যে পুরো ডুবে যাই। সারাক্ষণ ত নিয়েই চিন্তা ভাবনা করি। মানুষের জন্য চিন্তায় আমার ঘুম উড়ে যায় তখন, আরও বেশি করে কাজ করতে উদ্বুদ্ধ করে। দেশবাসীর জন্য কাজ করতে আমি তখন সবদিক থেকে ঝাঁপাতে প্রস্তুত হয়ে যাই। অনুরোধ করব গ্যারান্টি শব্দের আভিধানিক অর্থ খুঁজতে যাবেন না।’ নমোর সংযোজন , ‘যে মানুষ এর সঙ্গে লড়াই করেছে সেই বোঝে অর্থ কী আসল গরিবির। তাদের বিশ্বাস, তাদের আশা দরিদ্র মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। গরিবদের আমার প্রতি বিশ্বাস আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version