রাষ্ট্রপুঞ্জের বৈঠকে কেন বাতিল করলেন মোদী?

।। প্রথম কলকাতা ।।

১৮-২২ সেপ্টেম্বর বড় কিছু ঘটতে চলেছে দেশে মোদীর রাষ্ট্রপুঞ্জে স্পেশাল বৈঠক ক্যান্সেল করে দিলেন ভারত কী বয়কট করল রাষ্ট্রপুঞ্জের মিটিং? পাকিস্তান কী এক্সটা মাইলেজ পেয়ে যাবে এই সুযোগে? জি২০র মাঝেই একটা বিস্ফোরক খবর মোদী না থাকলেও পাঠাচ্ছেন ব্রহ্মাস্ত্রই। মোদীর ক্যান্সেল করলেন তার এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর কিন্তু কেন? বড়সড় ফয়সালা করে দিল দিল্লি। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আগামী অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন। শুধু তাই নয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে পাকিস্তান। ভারত-পাকিস্তান বাগ্‌যুদ্ধে কয়েক বছর ধরে এই অধিবেশনে নজর থাকত কূটনীতিকদের। পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত অভিযোগের গুরুত্ব কমাতে বিভিন্ন সময় নানা কৌশলও নিয়েছিল দিল্লি। তাহলে কী এবার মোদীর অনুপস্থিতিতে পাকিস্তান অনেক বড় সুযোগ পেয়ে যাবে? না ভারত তেমনটা হতে দিতে পারে না৷ টিম মোদীর কে থাকবেন এই স্পেশাল বৈঠকে? নোট করে নিন এসময়টায় কিন্তু দেশে অনেক বড় খবর হতে পারে। সম্ভবত সেকারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসময় ভারত ত্যাগ করবেন না।

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র, কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। গুঞ্জন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ এক দেশ এক ভোট নীতি সবথেকে বড় প্রাধান্য পেতে পারে সেই সঙ্গে ইউনিফর্ম সিভিল কোডও। নমো রাষ্ট্রপুঞ্জের এই বৈঠকে না গেলেও যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যাতে পাকিস্তান এক বিন্দুও অ্যাডভান্টেজ তোলার সুযোগ না পায়। প্রথা মেনে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে
প্রথম বক্তৃতা রাখে ব্রাজিল তারপর আমেরিকা। সাধারণ সভার পেশ করা বক্তাদের তালিকা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর ভারতের হয়ে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
তবে সংসদের বিশেষ অধিবেশনের কারণেই ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের বিশেষ বৈঠকে উপস্থিত থাকছেন না
এটা কিন্তু এখন নিশ্চিত করেনি দিল্লি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version