Telangana Assembly Election 2023: তেলাঙ্গানার ক্ষমতা থাকবে কার দখলে? শুরু ভোটগ্রহণ, রায় রবিতে

।। প্রথম কলকাতা।।

Telangana Assembly Election: তেলেঙ্গানায় চলছে বিধানসভা নির্বাচন ২০২৩। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায়। মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ। প্রার্থীর সংখ্যা ২,২২০। গণনা হবে অন্য চার রাজ্যের সঙ্গে আগামী ৩ ডিসেম্বর। এবারের নির্বাচনে বি আর এস ১১৯টি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে, কংগ্রেসের তরফে ১১৮টি আসনে দেওয়া হয়েছে প্রার্থী। এছাড়াও আসাদউদ্দিন ওয়াইসির AIMIM প্রার্থী দিয়েছে মোট ৯টি আসনে । এবার প্রশ্ন হচ্ছে, সোনিয়া গান্ধীর আবেদনে সাড়া দিয়ে কংগ্রেসের পাশে দাঁড়াবে তেলেঙ্গানা, না কি ‘হ্যাটট্রিক’ করবেন কেসিআর? বিজেপির ঝুলিতেই বা থাকছে কি? নির্বাচনের আগে প্রত্যেক দলই নিজের কর্মব্যস্ততার মধ্যে জোরদার প্রচার চালিয়েছেন। কিন্তু কার পাল্লা ভারী তা দেখা যাবে গণনার দিনই।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি অর্থাৎ বিআরএস কেই ক্ষমতায় রাখবেন না কি কংগ্রেস কে ক্ষমতায় আনবেন তার জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হিসাবে আত্মপ্রকাশের পর এ নিয়ে রাজ্যে তৃতীয়বার বিধানসভার ভোট হচ্ছে। প্রথম দুইবার ক্ষমতা দখল করেছিল কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। তবে এবার রাজ্যে বইছে বিরোধী কংগ্রেস হাওয়া , মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে, আবার আসাদউদ্দিন ওয়াইসির এইমিম ও বিজেপি সেই হিসাব নিকাশ বদলে দেওয়ার ক্ষমতা রাখে । কিন্তু শেষ অব্ধি কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৩ রা ডিসেম্বর পর্যন্ত্য।

চলতি বিধানসভা নির্বাচনে কেসিআরের ‘হাতিয়ার’ গত ১০ বছরের নানা জনমুখী কর্মসূচি। আর তার প্রথমেই রয়েছে কৃষকদের জন্য ‘রায়তু বন্ধু যোজনা’। অন্যদিকে, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী প্রচারে গিয়ে সনিয়া জানিয়েছিলেন, ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে তেলঙ্গানার প্রতি পরিবারের গৃহকর্ত্রী পাবেন মাসে আড়াই হাজার টাকা। এ ছাড়াও আরও নানা প্রতিশ্রুতি করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কিন্তু কোন প্রতিশ্রুতির দিকে শেষ মেশ ঝোঁকে তেলেঙ্গানাবাসি ? প্রশ্ন উঠলেও এখন উত্তর অধরা।

প্রসঙ্গত , নিজেদের ক্ষমতা ধরে রাখতে কোনও কসুর করছে না কে সি আরের দল বি আর এস। প্রতিটি বিধানসভা কেন্দ্রেই তাদের প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনে জিতলে তেলাঙ্গানায় ক্ষমতা দখলে হ্যাট্রিক করবে তারা। অন্যদিকে দক্ষিণভারতের এই রাজ্যে ক্ষমতায় আসতে আঁটঘাট বেঁধে লড়াইয়ে নেমেছে বিজেপিও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version