Nasal Vaccine: কোভিডের ন্যাজাল টিকা কাদের জন্য ? নিতে পারবেন না কারা? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

।। প্রথম কলকাতা ।।

Nasal Vaccine: নয়া সাব ভ্যারিয়েন্ট বিএফ. ৭ (BF. 7) নিয়ে চিন্তায় বিশ্ববাসী। আগে থেকেই প্রতিরোধ গড়ে তোলার জন্য ভারত তৎপর হয়েছে। জোর দেওয়া হয়েছ টিকাকরণের ওপরে। এমনকি ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন (Nasal Vaccine) ইনকোভ্যাককে (INCOVACC)। ইতিমধ্যেই ভারত সরকারের কো-উইন অ্যাপে যুক্ত করা হয়েছে এই টিকা। কিন্তু কারা এই ভ্যাকসিন নিতে পারবেন, কারা এই ভ্যাকসিন নিতে পারবেন না, কাদের জন্য এই ভ্যাকসিন বিপদ ডেকে আনতে পারে এবং এই ভ্যাকসিন বাড়তি কী উপকার করতে পারে এই সমস্ত প্রশ্ন বর্তমানে উঠে এসেছে। আর এই প্রশ্নের উত্তর নিজের মতামতের ভিত্তিতে সংবাদমাধ্যমে জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন এর (NTAGI) প্রধান এনকে অরোরা (N. K Arora) ।

* কারা ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন না ?

চিকিৎসক এন কে অরোরার মতে, যারা কোভিড এড়িয়ে যেতে আগে থেকেই বুস্টার ডোজ নিয়ে রেখেছেন তাঁরা প্রথম বুস্টার হিসেবে এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন না।এই বিষয়টি তিনি খোলসা করে জানিয়েছেন। তাঁর কথায়, কোন ব্যক্তির শরীরে যদি বারবার একটি নির্দিষ্ট ধরনের অ্যান্টিজেন টিকা হিসেবে দেওয়া হয় তাহলে তাঁর শরীর ওই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার বদলে দুর্বল হয়ে পড়ে। যা বাস্তবে কোন কাজে আসে না। এই কারণেই কোন ধরনের টিকা ছয় মাসের ব্যবধানে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে মানুষ এই ধরনের টিকাগুলি তিন মাস অন্তর নেওয়া শুরু করেন। যার ফলস্বরূপ ওই টিকা খুব একটা কাজের আসেনি। তাই যারা বুস্টার ডোজ নিয়ে নিয়েছেন এই মুহূর্তে তাদের কোভিড টিকার চতুর্থ ডোজ অর্থাৎ ন্যাজাল ভ্যাকসিন নেওয়ার কোন প্রয়োজন নেই।

* কারা ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন ?

যারা কোভিডের বুস্টার ডোজ নেননি একমাত্র তাঁরাই এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। তবে কেউ যদি চতুর্থ ডোজ হিসেবে বুস্টার ডোজ নেওয়ার পরে ন্যাজাল ভ্যাকসিন নেওয়ার জন্য কো- উইন পোর্টালে বুকিং করতে চান তাহলে তা গ্রহণ করা হবে না। ১৮ বছরের উর্ধ্বে যে কোন ব্যক্তির প্রথম বুস্টার ডোজ হিসেবে ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। এতে হয়তো ওই ব্যক্তির কিছুক্ষণের জন্য নাক বন্ধ হয়ে থাকবে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী নয়। এছাড়া এই ভ্যাকসিনের বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা এখনও পর্যন্ত জানা যায়নি।

* ন্যাজাল ভ্যাকসিনের বাড়তি উপকারিতা

চিকিৎসক এন কে অরোরার মতে এই নাকের টিকা শুধুমাত্র যে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এমন নয়। শ্বাসযন্ত্রে আক্রমণকারী যে কোন ভাইরাসের বিরুদ্ধে এই টিকা লড়াই করতে পারে।

উল্লেখ্য, ভারত সরকারের তরফ থেকে গত সপ্তাহে ভারত বায়োটেকের ইনকোভ্যাককে ছাড়পত্র দেওয়া হয়। আর তারপর এটি কো-উইন পোর্টালে যুক্ত করার কথাও বলা হয়। গতকাল ওই টিকার দাম প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিলে একটির দাম পড়বে জিএসটি ছাড়া ৮০০ টাকা । আর সরকারি হাসপাতালে ওই টিকা নিলে জিএসটি ছাড়া দাম দাঁড়াবে ৩২৫ টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version