।। প্রথম কলকাতা ।।
Recycling of Banknotes: ভারতে বাতিল হয়ে যাওয়া কাঁড়ি কাঁড়ি নোট কোথায় যায়? কি করা হয়? ভেবে দেখেছেন কখনো? ভারতে বেশ কয়েকবার নোট বাতিল হয়েছে। এই এত্ত টাকার নোট পাহাড় সমান। সবই কি ব্যাঙ্কে জমা থাকে নাকি পুড়িয়ে ফেলা হয়? বাতিল নোটের ভবিষ্যৎটা কি? জানলে অবাক হবেন। মাই ইন্ডিয়া’র রিপোর্ট বলছে, ২০০১ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক নষ্ট হয়ে যাওয়া নোট পুড়িয়ে ফেলত। প্রক্রিয়াটি ছিল সময় সাপেক্ষ আর ব্যয়বহুল। একসাথে অনেক নোট পোড়ানো পরিবেশের জন্য বেশ খারাপ। ২০০৩ সালে তৎকালীন আরবিআই গভর্নর বিমল জালান কারেন্সি ভেরিফিকেশন অ্যান্ড প্রসেসিং সিস্টেম এবং ব্যাঙ্ক নোট শেডিং অ্যান্ড ব্রিকেটিং সিস্টেম চালু করেছিলেন। যার সাহায্যে প্রচুর পরিমাণে নোট একসঙ্গে নষ্ট করা যায়। এই সিস্টেম খুব সহজেই জাল নোট সনাক্ত করে আসল বাছাই করতে পারে। যে নোটগুলো কাজে লাগে না সেগুলোকে অতি সূক্ষ্মভাবে টুকরো টুকরো করে কেটে দেয়।
ভারতের নোট বাতিলের ঘটনা একাধিক বার ঘটেছে। ২০১৬ সালে চালু হয় ২০০০ টাকার নোট। সেই বছরই ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল করা হয়। সম্প্রতি আবার বাতিল করা হয়েছে ২০০০ টাকার নোট। এই নোট দিয়ে কি করা হবে জানেন? কোথায় রাখবে রিজার্ভ ব্যাঙ্ক? রেখেও তো আর কোন লাভ নেই। তাহলে শুনুন, প্রথমে সমস্ত বাতিল হওয়ার নোট জড়ো করে নিয়ে যাওয়া হয় আরবিআই এর অফিসে। সেখানে চলে নোট নষ্ট করার প্রক্রিয়া। এক ধরনের বিশেষ মেশিনের সাহায্যে ছোট্ট ছোট্ট টুকরো করে ফেলা হয় নোটগুলোকে। সারা দেশ জুড়ে রিজার্ভ ব্যাঙ্কের ১৯ টি অফিসে রয়েছে ২৭ টা নোট ক্লিপিং মেশিন। এই মেশিনের কাজ নোটগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা। তারপর সেই টুকরোগুলোকে দিয়ে বানানো হয় শক্ত কার্ডবোর্ড। যা দিয়ে বানানো হয় ফাইল, ক্যালেন্ডার, কাগজ, চায়ের কাপ, ছোট ট্রে এমন কি পেনের বাক্স।
শুধু কি তাই? জানলে অবাক হবেন, এই শক্ত কার্ডবোর্ড ব্যবহার করা হয় শিল্পের চুল্লিতেও। কখনো কখনো জমি সার হিসেবেও ব্যবহার করা হয়। যদিও এই পদ্ধতি একেবারেই নতুন নয়। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ২০০০ সাল থেকে এই পদ্ধতি ব্যবহার করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে বাতিল নোট নষ্ট করার বিভিন্ন উপায় রয়েছে। আমেরিকা একই ভাবে বাতিল নোট নষ্ট করে দেয়, কিন্তু দেশটা বাতিল নোট দিয়ে তৈরি করে বিভিন্ন ধরনের উপহার। ব্রিটেনে আবার নষ্ট হয়ে যাওয়া টাকা থেকে তৈরি কার্ডবোর্ড পুড়িয়ে দেওয়া হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম