6G in India: ভারতে কবে আসছে ৬জি? প্রযুক্তির দুনিয়ায় ঘটবে বড়সড় বদল!

।। প্রথম কলকাতা ।।

6G in India: ভারতবাসীর জন্য সামনে রয়েছে এক দুর্দান্ত খুশির খবর। আর সেই খুশির আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ভারতে (India) 5G এসেছে এখনো পর্যন্ত ছমাস হয়নি, তার মধ্যেই 6G আসার খবর দিলেন। খুব দ্রুত ভারতবাসী 6G ব্যবহার করতে পারবেন। আগের থেকে আরো কম সময়ে ডাউনলোড করতে পারবেন বড় বড় ছবি থেকে শুরু করে ফাইল।

বর্তমানে দেশে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিচ্ছে ফাইভ-জি প্রযুক্তি, যার গতি সেকেন্ডে প্রায় ৪০ থেকে ১১০০ মেগাবাইট। এই গতি সর্বোচ্চ পৌঁছাতে পারে ১০০০০ মেগাবাইট। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬জি প্রযুক্তির রূপকথার কথা জানিয়েছেন। মাত্র ৬ মাস মতো হয়েছে দেশে এসেছে ফাইভ-জি প্রযুক্তি, তাও দেশের সব প্রান্তে এই প্রযুক্তি পৌঁছায়নি। তার মধ্যেই কেন্দ্র জানালো ৬জি প্রযুক্তির কথা। আশা করা হচ্ছে, ভারতে ৬জি এলে প্রযুক্তির দুনিয়ায় বড়সড় বদল ঘটবে। ভারত ধীরে ধীরে প্রযুক্তির ক্ষেত্রে বড় রপ্তানিকারক হওয়ার দিকেও এগিয়ে চলেছে। যদি দেশের ৬জি প্রযুক্তি আসে তাহলে প্রতি সেকেন্ডে নেটের গতি হতে পারে ৫জির থেকে প্রায় হাজার গুন দ্রুত, অর্থাৎ প্রায় এক টেরাবাইট। এই প্রযুক্তির উপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য প্রধানমন্ত্রী বার্তা প্রদান করেছেন।

‘এবিপি নিউজ’ (হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২শে মার্চ দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেন। এখানে প্রধানমন্ত্রী ভারতে নতুন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেন। ইভেন্ট চলাকালীন, প্রধানমন্ত্রী ইন্ডিয়া 6G ভিশন ডকুমেন্ট উন্মোচন করেন এবং 6G R&D টেস্ট বেড চালু করেন। PMO দ্বারা জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কল বিফোর ইউ ডিগ’ অ্যাপটিও চালু করা হবে।

আইটিইউ কী?

আইটিইউ হল জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য বিশেষায়িত সংস্থা (আইসিটি)। এই সংস্থার সদর দপ্তর জেনেভায়। সংস্থাটির অফিস, আঞ্চলিক অফিস এবং এলাকা অফিসের নেটওয়ার্ক রয়েছে। এরিয়া অফিস স্থাপনের জন্য ভারত ২০২২ সালের মার্চ মাসে আইটিইউ-এর সাথে হাত মিলিয়েছিল। উল্লেখযোগ্য ভাবে, 6G-এর বাণিজ্যিক রোলআউট এখনও কয়েক বছর দূরে। বলা হচ্ছে 6G ২০২৮ বা ২০২৯ এর পরে শুরু হতে পারে। বর্তমানে বিশ্বের অনেক জায়গায় 5G নিয়ে কাজ করছে। ভারতও ২০২২ সালের শেষ নাগাদ 5G পরিষেবা শুরু করেছে। টেলিকম সংস্থাগুলি ভারতের 5G রোলআউট বিশ্বের সেরা তা নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছে। Airtel এবং Jio উভয়ই তাদের গ্রাহকদের আনলিমিটেড 5G অফার দিচ্ছে। কোম্পানিগুলো আগামী বছরের মধ্যে পুরো দেশকে 5G দিয়ে কভার করার লক্ষ্য নির্ধারণ করেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version