মুরগির মাংসে কী এটা? সাবধানে দেখে খান

।। প্রথম কলকাতা ।।

মুরগীর মাংসের মধ্যে কিলবিল করছে ওটা কী? মাংসের মধ্যে কোন বিষাক্ত পোকা? মুরগী কিনতে গেলে এবার দেখে শুনে তবেই কিনুন। মাংসের মধ্যে লুকিয়ে থাকতেই পারে এই ছোট জীব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। যা দেখে আপনার মনে হতেই পারে তাহলে কি চিকেন খাওয়া ছেড়ে দিতে হবে? অনেকেই মাছ খেতে পছন্দ করেন না! আবার পাঠার মাংসে বারণ থাকে তাতের একমাত্র ভরসা চিকেন। ঘরে তো হামেশাই চিকেন রান্না হচ্ছে। কিন্তু মাংস রান্নার সময় ভালো করে দেখে নিয়েছেন তো?ভালো করে না দেখলে বুঝবেন ও না কখন এই কৃমির মত পোকা সোজা আপনার পেটে চলে যেতে পারে। কী কী ক্ষতি হতে পারে জানেন?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি যা দেখে আতকে উঠছেন নেটিজেনরা। মাংসের মধ্যে কিলবিল করছে কৃমির মতো পোকা। ভালো করে না দেখলে বুঝতেই পারবেন না। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা। এই দৃশ্য দেখেই চোখ কপালে উঠছে অনেকেরই। মাংসের মধ্যে কৃমির মত পোকাটি এমনভাবে ঢুকে রয়েছে যে খালি চোখে বোঝা বেশ মুশকিল। একেবারে মাংসের মধ্যে আটকে। এর থেকে স্পষ্ট এই ধরণের পোকার বাস মাংসেই তাহলে এবার কি করবেন চিকেন খাওয়া কি পুরোপুরি বন্ধ?

চিকেন কষা থেকে চিকেন রোল, চিকেন মাঞ্চুরিয়ান। চিলি চিকেন আপনার সব প্রিয় খাবারগুলো কী এবার বন্ধ করে দিতে হবে? মাংসের ভেতর এরকম পোকা থীাকলে তো আপনি টেরও পাবেন না। এরকম একজন নয়। অনেকেই অভিযোগ করছেন মুরগীর মাংসে এরকম সাদা পোকা দেখা যাচ্ছে। এই সংবাদমাধ্যমগুলোতে এমনই তথ্য দাবি করা হয়েছে। আচ্ছা যদি এই পোকা আপনার পেটে চলে যায় কী হতে পারে? বিশেষজ্ঞদের একাংশ বলছেন ম্যাঙ্গো ওয়ার্মের মত দেখতে এই পোকাটি। যারা মূলত পরজীবী হয়। অর্থাৎ অন্য জীবের উপর নির্ভর করে বাস করে।

এই পোকা বিড়াল, কুকুরের গায়ে দেখা যায় সবচেয়ে বেশি ম্যাঙ্গো ওয়ার্মের আক্রমণে অন্য জীবের দেহের মাংস পচতে থাকে। যা থেকে খাবার সংগ্রহ করে এই প্যারাসাইট এবার এটা সোজা আপনার পেটে গেলে কী হবে বুঝতেই পারছেন। তাই কাটা মাংস ভালো করে ধুয়ে নিন। আর যিনি ধুচ্ছেন ভালো করে হাততে সাব দিয়ে হাত পর্ষ্কার করে নেবেন। মাংসকে অবশ্যই ভালো করে রান্না করে তবেই খান। তবে আতঙ্কিত হবেন না। একটু সতর্ক হলেই কোনও বিপদ ধারেকাছে আসবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version