Wedding Gift: নব দম্পতিকে দেবেন কী উপহার? রইল স্বল্পমূল্যের দারুন কিছু গিফটের তালিকা

।। প্রথম কলকাতা ।।

Wedding Gift: চলতি বছরের বিয়ের মরসুম শুরু হয়েই গিয়েছে। নভেম্বরের শেষের দিক থেকেই বিয়ে বাড়ির পর্ব শুরু। কোন বিয়ে বাড়ির আমন্ত্রণ পত্র হাতে পেলে যতটা খুশি হই আমরা ঠিক ততটাই চিন্তায় পড়ে যাই যে নিউলি ওয়েড কাপলকে উপহার হিসেবে কী দেওয়া যায়। বিয়েতে শুধু শুভেচ্ছা জানানোই তো যথেষ্ট নয়। নব দম্পতির নতুন জীবনের সূচনায় অবশ্যই তাদের জন্য কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। তবে বিয়েতে উপহার দিতে গিয়ে নিজের পকেটের খেয়াল রাখাটাও তো জরুরী। তাই আমরা সবসময়ই ভেবে থাকি মোটামুটি স্বল্প মূল্যে যদি মন মত কোন উপহার পাওয়া যায় তবে সোনায় সোহাগা।

আজকের এই প্রতিবেদনে তেমনি কিছু বিয়ের উপহারের আইডিয়া রইল। মোটামুটি উপহারের জন্য যদি আপনার বাজেট থাকে ২০০ টাকা তবে খুব ভালোভাবে নব দম্পতির জন্য পছন্দমত উপহার কিনে নিতে পারবেন । অন্যদিকে যাদের জন্য উপহার কিনছেন তাদেরও তা বেজায় পছন্দ হবে।

১) ফুলের তোড়া : ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল । তাই কোন বিয়েতে যাবার আগে নব দম্পতির জন্য একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে যাওয়াই যায় । তার মধ্যে অবশ্যই রাখবেন গোলাপ, লিলি , অর্কিডের মত ফুলগুলি। যা সেই ফুলের তোড়ার শোভা বাড়াবে । আর এর দামও হবে ২০০ টাকার মধ্যেই।

২) হোম ডেকর : নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে কে না চাইবেন। বর্তমানে কাউকে ঘর সাজানোর কোন সামগ্রীও কিন্তু উপহারস্বরূপ দেওয়া যায়। নতুন বিবাহিতদের মধ্যে নিজেদের ঘরকে একেবারে ব্র্যান্ড নিউ করে সাজিয়ে তোলার একটা প্রবণতা থাকে। তাই তাদেরকে হোম ডেকর হিসেবে উপহারে ড্রিম ক্যাচার, বেড সাইড ল্যাম্প, উইন্ড চেন, কোন শোপিস, ফটো ফ্রেম, কফি মাগ সেট, সুন্দর কোন পেইন্টিং দেওয়া যেতেই পারে। ২০০ টাকা বাজেটের মধ্যে এই হোম ডেকরেটের জিনিসগুলি খুব সহজেই মিলবে।

৩) কনের জন্য উপহার : বিয়েতে অনেকেই শুধুমাত্র কনের জন্য উপহার দিয়ে থাকেন। যদিও এক্ষেত্রে শাড়ি, গয়না দেওয়ার প্রচলনটাই বেশি কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উপহার দেওয়ার ধরনও বদলেছে। ভারী শাড়ি কিংবা গয়না সবসময় পড়ার জন্য একেবারেই উপযোগী নয়। কিন্তু একটা পার্স বা একটা স্লিং ব্যাগ কিন্তু দারুণ অপশন।

৪) পারফিউম : সুন্দর গন্ধ মন ভালো করতে দারুন সাহায্য করে। নব দম্পতিদের মন ভালো রাখাটাও কিন্তু ভীষণ দরকার । তাই বিয়েতে বর কিংবা কনে যেকোনো একজনের জন্য একটি ভালো পারফিউম গিফট হিসেবে দেওয়া যেতেই পারে। ২০০ টাকার মধ্যে একজনের জন্য ভালো পারফিউম মিলবে সহজেই। যেমন ধরুন, কনের জন্যে RENEE, Ramsons, The French Factor, Malaki, Fogg, Ahsan প্রভৃতি ব্র্যান্ডের পারফিউম গুলি মিলবে ২০০ টাকার মধ্যেই।

৫) আপনার বাজেট যদি হয় দুশো টাকার আশেপাশে তবে আরও একটি কাজ করা যেতে পারে । ধরুন অফিসের কোন কলিগ কিংবা পরিচিত কোন এক বন্ধুর বিয়েতে সব বন্ধুরা চাঁদা তুলে নব দম্পতির কাজে লাগবে এমন কিছু জিনিস কিনতেই পারেন। ইদানিং এই একসাথে গিফট দেওয়ার প্রচলন খুব বেশি বেড়ে গিয়েছে। শুধুমাত্র বিয়েই নয় এমনকি জন্মদিন উদযাপনের ক্ষেত্রেও এই রীতির বেশ প্রচলন আছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version