প্রযুক্তি খাতে ভারতের রোডম্যাপ নিয়ে কি বললেন পদ্মভূষণ প্রাপ্ত সুন্দর পিচাই?

Sundar Pichai : 'ভারত আমার অন্তরে' মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদুত তরণজিৎ সান্ধুর কাছ থেকে পদ্মভূষণ পুরস্কার পেয়ে এমনটাই বললেন সুন্দর পিচাই। আপ্লুত অ্যালফাবেট তথা গুগলের সিইও।

।। প্রথম কলকাতা ।।

ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পেয়ে আপ্লুত গুগলের চিফ এক্সিকিউটিভি অফিসার সুন্দর পিচাই (Sundar Pichai)।
বছরের শুরুতেই ভারত সরকার ঘোষণা করেছিল যে তারা মাইক্রোসফটের চেয়ারম্যান-সিইও সত্য নাদেলা (Satya Nadella) এবং গুগল-অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে এই বছর পদ্মভূষণ প্রদান করবে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধুর কাছ থেকে পদ্মভূষণ গ্রহণ করেন সুন্দর পিচাই।

বাণিজ্য ও শিল্প বিভাগ থেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এমন স্বীকৃতি পেয়ে অভিভূত সুন্দর পিচাই বলেন, ভারত আমার জীবনেরই একটি অংশ। আমি যেখানেই যাই ভারত আমার বুকে থাকে। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ, সিলিকন ভ্যালির সবচেয়ে বড় প্রযুক্তি সংস্থার প্রধান হওয়ার যে যাত্রা তা যুগের পর যুগ সবাইকে অনুপ্রেরণা যোগাবে। তবে সুন্দর পিচাইয়ের অবদান শুধু এখানেই থমকে যায়নি। যথার্থ অর্থে তিনি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে নিয়ে গেছেন বিশ্ব দরবারে।

সুন্দর পিচাইয়ের অবদান

মেটিরিয়াল ইঞ্জিনিয়ার হিসাবে আমেরিকার ম্যাককিনসি অ্যান্ড কোম্পানিতে তাঁর কর্মজীবনের সূত্রপাত। তারপর ২০০৪ সালে গুগলে যোগদান করেন তিনি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রোম ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড তৈরির পিছনে অন্যতম কারিগর সুন্দর পিচাই। মানুষের মুঠোফোনে অ্যান্ড্রয়েড যাতে আরো সহজসাধ্য হয়ে ওঠে সেই চেষ্টা করে গেছেন তিনি।

 

আরও পড়ুন : Neuralink: মানুষের মাথায় বসবে চিপ! এলন মাস্কের নিউরালিংক প্রযুক্তি নিয়ে সমালোচনার ঝড়

 

২০১৫ সালে গুগলের সিইও পদে নিযুক্ত হন পিচাই। এর পর চার বছর বাদ ২০১৯ সালে গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট (Alphabet) এর সিইও হোন সুন্দর পিচাই। তাঁর নেতৃত্বেই ভারতে ডিজিটাল স্কিল উন্নয়নে বিনিয়োগ করে গেছে গুগল। প্রশিক্ষিত হয়েছে ১ লক্ষের বেশি মহিলা এবং ৫৫ হাজারের বেশি শিক্ষক। ভারতীয় ইউজারদের সুবিধার্থে চলতি বছরই ৮ টি ভারতীয় ভাষা গুগল ট্রান্সলেটে অন্তর্ভুক্ত করেছে গুগল।

G20 সম্মেলন ও ডিজিটাল ইন্ডিয়া নিয়ে সুন্দর পিচাই

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে G20 সম্মেলন।। এই সম্মেলনে ভারতের সভাপতিত্বের দায়িত্ব নেওয়ার বিষয়েও মত প্রকাশ করেন তিনি। সুন্দর পিচাইয়ের মতে, ভারত G20 সভাপতিত্ব গ্রহণ করা বিশ্ব অর্থনীতি শক্তিশালীকরণের জন্য ঐকমত্য গড়ে তোলার একটি আশ্চর্যজনক সুযোগ হবে৷ উন্মুক্ত, সংযুক্ত, সুরক্ষিত এবং সকলের জন্য কাজ করে এমন একটি ইন্টারনেটের অগ্রগতি গড়ে তোলা উচিত।

পাশাপাশি তিনি ভারতের ডিজিটাল ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি নিয়েও অনেক উৎসাহিত। তিনি বলেন, আমি গর্বিত যে গুগল ভারতে বিনিয়োগ অব্যাহত রেখেছে এবং দুই রূপান্তরমূলক দশকে সরকার, ব্যবসা এবং সম্প্রদায়ের সাথে অংশীদারিত্ব করেছে।

Exit mobile version