Tight Jeans in Summer: গরমে টাইট জিন্স পরছেন, ডাকছেন সর্বনাশ! কী বলছে সমীক্ষা?

।। প্রথম কলকাতা ।।

Tight Jeans in Summer: বাইরে প্রচণ্ড দাবদাহ। ইতিমধ্যেই বঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এই গরমে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, হালকা সুতির ঢিলে ঢালা পোশাক পড়তে। অনেকেই আছেন তার একটু ফ্যাশনেবল পোশাক পরতে পছন্দ করেন। যদি এই গরমে আপনি টাইট জিন্স (Tight Jeans) বেছে নেন তাহলে একটু সতর্ক। গ্রীষ্মে (Summer) টাইট জিন্স পরার বেশ কয়েকটি ক্ষতিকারক দিক রয়েছে, যা জানলে অবাক হবেন। বর্তমানে বহু মানুষ নিত্যনতুন ফ্যাশনে নিজেদেরকে সাজিয়ে তুলতে চান । সেই তালিকার অন্যতম একটি অংশ রয়েছে জিন্স। পুরুষ থেকে মহিলা, অনেকেই ভালবাসেন একটু আঁটোসাঁটো কিংবা টাইট জিন্স পরেন। অনেকে মনে করেন এই ধরনের জিন্স পরলে বেশ স্মার্ট লুক পাওয়া যায়। জানেন কি, এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চিকিৎসকদের মতে, সুন্দর দেখানোর প্রচেষ্টায় বহু মানুষ নিজেদের শরীরে ডেকে আনছেন মারাত্মক সব রোগ। এই বিষয়ে চলেছে নানান গবেষণা।

টাইট জিন্স পরার ক্ষতি

(১) টাইট জিন্স পরলে কোমরের পেশিতে চাপ পড়ে হিপ জয়েন্ট নড়াচড়াকে প্রভাবিত করে। পাশাপাশি প্রভাব ফেলে পিঠে এবং মেরুদন্ডের উপরে , যার কারণে পিঠে ব্যথা অনুভূত হয়।

(২) টাইট জিন্স পরলে হাড়ের জয়েন্টের স্বাভাবিক নড়াচড়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়। মাংসপেশি বহুক্ষণ এক জায়গায় আঁটোসাঁটো অবস্থায় থাকে। যার জন্য রক্ত চলাচলে বাধা তৈরি হয়। এর থেকে ফুলে যাওয়া বা ব্যথার মতো সমস্যা তৈরি হতে পারে।

(৩) অনেকক্ষণ টাইট পোশাক পরলে শরীরে খুব দ্রুত আদ্রতা তৈরি হয় যা ছত্রাক এবং অনুজীব দ্বারা সংক্রমণের কারণ হতে পারে। এর ফলে শরীরে ইনফেকশন হয়, যাকে বলা হয় ক্যান্ডিডা।

(৪) দীর্ঘক্ষণ টাইট জিন্স পরে থাকলে ডিপ ভেইন থ্রম্বসিসের সমস্যা তৈরি হতে পারে। শিরাগুলি রক্ত বহন করার ক্ষেত্রে হৃদপিন্ডের সঙ্গে যুক্ত। সেই শিরাগুলিতে সমস্যা তৈরি হবে এবং রক্ত প্রবাহের গতি কমে যাবে।

(৫) খুব টাইট জিন্স পরলে পাকস্থলীর নিচের অংশ অনেকক্ষণ ধরে বন্ধ থাকে। এর ফলে পাকস্থলীতে চাপ পড়ে, যার কারণে অ্যাসিড রিফ্লাক্স হয় এবং মূত্রথলিতে চাপ তৈরি হয়। স্বাভাবিক ভাবেই পেটে ব্যথা, মূত্রথলিতে সংক্রমণের সমস্যা , জ্বালাপোড়া ভাব প্রভৃতি দেখা দিতে পারে।

(৬) অনেক্ষণ ধরে আঁটোসাঁটো পোশাক পরে থাকলে অনেক সময় ফুসফুসে শ্বাস-প্রশ্বাসে গতি কমে যায়, যার কারণে অক্সিজেনের সরবরাহের পরিমাণ কমতে থাকে। এর ফলে গরমে অজ্ঞান হয়ে যেতে পারেন।

কী বলছে সমীক্ষা?

লন্ডন ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স প্রায় ২০০০ পুরুষদের উপর একটি সমীক্ষা চালায়। যেখানে প্রত্যেক ব্যক্তি জিন্স পরতে পছন্দ করেন। সমীক্ষার পর দেখা যায়, পুরুষরা নিয়মিত টাইট জিন্স পরলে মূত্রনালীর সংক্রমণের হার অনেকাংশে বৃদ্ধি পায় , মূত্রথলির ক্ষমতা হ্রাস পায়। পাশাপাশি কমতে থাকে শুক্রাণুর উৎপাদনের হার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version