Tight Clothes: প্রতিদিন টাইট পোশাক পরছেন? হ্রাস পাচ্ছে প্রজনন ক্ষমতা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি

।। প্রথম কলকাতা ।।

Tight Clothes: নিজেকে ফ্যাশনেবল পোশাকে সাজাতে বেছে নিচ্ছেন টাইট জামা (Tight Clothes), যা শরীরের সঙ্গে আঁটোসাঁটো হয়ে বসে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন, আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। পার্টিতে কিংবা অনুষ্ঠানে আপনার পোশাক হবে সেরার সেরা। নিজেকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে নিজের বিপদ নিজেই ডাকছেন। প্রতিদিন টাইট পোশাক পরার ক্ষতি যে ঠিক কতটা মারাত্মক, তার প্রমাণ নানান গবেষণায় দেখা গিয়েছে।

(১) পেটে ব্যথা
আপনি যদি টাইট জিন্স বা বেল্ট বহুক্ষণ পরে থাকেন তাহলে পাকস্থলীতে একটা চাপ সৃষ্টি হয়, যা পেটে ব্যথার (Abdominal pain) অন্যতম কারণ। শুধু তাই নয়, এই চাপের ফলে স্বাভাবিক হজম ক্রিয়া ব্যাহত হয়। পাকস্থলী থেকে নির্গত অ্যাসিড খাদ্যনালী দিয়ে উল্টো দিকে প্রভাবিত হয়। যার কারণে বুক জ্বালা, গলা জ্বালার মতো সমস্যা তৈরি হতে পারে।

(২) স্বাভাবিক রক্ত চলাচলে বাধা
অতিরিক্ত টাইট পোশাক(Tight Clothe) পরলে ত্বকে (Skin) স্বাভাবিক ভাবে রক্ত চলাচল করতে পারে না। এছাড়াও অক্সিজেন চলাচলে অসুবিধা হয়। যার কারণে দেখা দেয় চুলকানির মতো সমস্যা। ওই স্থানগুলি লাল হয়ে যায়, কখনো বা ফুলে যায়। এমনকি ঘাম জমে ইনফেকশন হতে পারে।

(৩) নার্ভে চাপ
শরীরে একটি বিশেষ নার্ভ রয়েছে, যাকে বলা হয় ফেমোরাল কিউটেনিয়াস। টাইট পোশাক পরলে যার খারাপ প্রভাব পড়ে এই বিশেষ নার্ভে। শরীরের যে অংশে পোশাক অত্যন্ত চেপে বসে থাকে সেই অংশের অনুভূতি শূন্য হয়ে যায়। অনেকক্ষণ বসার পর যখন হঠাৎ করে দাঁড়িয়ে উঠবেন তখন পায়ে ব্যথার সমস্যা হতে পারে।

(৪) ইনফেকশন
যদি বহুক্ষণ সময় টাইট প্যান্ট পরে থাকেন তাহলে ক্যানডিডা ইয়াস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ওই অংশে ঘাম জমে ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হয়ে যায়। যা অত্যন্ত যন্ত্রণাদায়ক।

(৫) শ্বাসকষ্ট
টাইট পোশাক অনেক সময় নিঃশ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়াতে বাধা দেয়। দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, আর অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে। যার কারণে শ্বাসকষ্ট হতে পারে, এমনকি জ্ঞান হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে।

(৬) প্রজনন ক্ষমতা হ্রাস
বর্তমানে নারী পুরুষ উভয়ই জিন্স পরেন। বিশেষ করে যারা সারাদিনে অন্তত ১৪ থেকে ১৫ ঘন্টার টাইট জিন্স পরে থাকেন তারা একটু সাবধান হন। টাইট পোশাকের ফলে তল পেটে তৈরি ব্যথা ক্রমশ পৌঁছে যাবে কোমরে। গবেষণায় দেখা গিয়েছে, টাইট জিন্সের কারণে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদনের পরিমাণ কমে যায়। হ্রাস পায় প্রজনন ক্ষমতা। পাশাপাশি বৃদ্ধি পায় ক্যানসারের ঝুঁকি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version