Eye Watering Problem: চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল ? এড়িয়ে গেলেই বিপদ, জানুন সমাধান

।। প্রথম কলকাতা ।।

Eye Watering Problem: মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে অন্যতম হল চোখ (Eye)। এই অঙ্গের মাধ্যমে আমরা আমাদের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে সঠিক দিকে পরিচালিত করতে পারি। চোখ বন্ধ করলেই সামনে নেমে আসে অন্ধকার। কাজেই চোখের যত্নে সামান্যতম খামতি একটা বড় সমস্যা তৈরি করতে পারে। এই অঙ্গের খেয়াল রাখা তাই অত্যন্ত প্রয়োজন। অনেকেই চোখ থেকে অনবরত জল পড়ার সমস্যায় ভোগেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তবে এই সমস্যা কিন্তু গুরুত্বহীন নয়।

এই সমস্যাকে বলা হয় আই ওয়াটারিং বা ওয়াটারি আই (Eye Watering)। আর সহজ ভাষায় বলা যায় চোখ দিয়ে জল পড়া। এটি প্রাথমিকভাবে কোনরকম সমস্যা সৃষ্টি করে না। শুধুমাত্র বসে থাকলে অথবা শুয়ে থাকলে বিনা কারণেই চোখের কোণ বেয়ে গড়াতে থাকে জল। দেখে মনে হতে পারে সেই ব্যক্তি হয়তো কাঁদছেন। কিন্তু পরবর্তীকালে এই চোখ থেকে জল পড়ার সমস্যা বড়সড় আকার ধারণ করলে অপারেশন পর্যন্ত করাতে হতে পারে।

কেন হয় এই সমস্যা ?

মূলত চিকিৎসকরা বলেন, চোখ থেকে জল পড়ার পেছনে দুটো কারণ থাকতে পারে। এক হতে পারে চোখে বেশি পরিমাণ জল তৈরি হচ্ছে এবং দ্বিতীয়ত চোখে জল স্বাভাবিক পরিমাণেই তৈরি হচ্ছে কিন্তু তা বেরিয়ে আসার পথ সঠিকভাবে পাচ্ছে না। এছাড়াও যাদের কর্নিয়াল আলসার, ড্রাই আইজ, অ্যালার্জি প্রভৃতি রোগ রয়েছে তাঁরা চোখ থেকে জল পড়ার সমস্যার ভুক্তভোগী। এই ধরনের সমস্যায় গাড়ি চালানো কিংবা সূক্ষ্ম কোন কাজ করা অত্যন্ত মুশকিল হয়ে দাঁড়ায়।

চোখ থেকে জল পড়ার সমস্যা এড়াতে কী করা উচিত ?

১. এই ধরনের সমস্যায় যত বেশি লাল নীল আলোর সামনে যাওয়া হয় তত বেশি সমস্যা বৃদ্ধি পায়। তাই টিভি স্ক্রিন, ফোনের স্ক্রিন, ডেক্সটপ বা ল্যাপটপ থেকে যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব ততটাই ভালো।

২. এমন বেশ কিছু আই ড্রপ (Eye Drop) রয়েছে যেগুলির কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। সেই ধরনের আই ড্রপ গুলি চোখে প্রতিদিন দু এক ফোঁটা করে দিলে আরাম মিলবে। তবে অবশ্যই এই ধরনের আই ড্রপ দোকান থেকে কিনে নেওয়ার আগে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে।

৩. চোখে হালকা গরম শেক দেওয়ার কাজ করতে পারেন। এর মাধ্যমে চোখ থেকে অনবরত জল বেরিয়ে আসার সমস্যা কমতে পারে।

৪. হতে পারে প্রথমে চোখ কট কট করছে এবং তারপর হঠাৎ করেই চোখ থেকে বেরিয়ে আসছে জল। এক্ষেত্রে আলতো করে জল নিয়ে চোখ ধুয়ে ফেলুন । জোরে ঝাপটা দেওয়ার কোন প্রয়োজন নেই। চোখ রগরাবেন না। এতে সংক্রমণের আশঙ্কা ক্রমশ বাড়তে থাকে। সর্বোপরি চোখ থেকে এমন নিয়মিত জল পড়া কিন্তু স্বাভাবিক নয়। তাই এমন সমস্যা আপনার মধ্যে বাসা বেঁধেছে তা বুঝতে পারলেই সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version