Beauty Tips: আপনার শখের প্রসাধনী দীর্ঘদিন ভালো রাখতে চান?আজ থেকেই ফ্রিজে রাখুন এই জিনিসগুলি

।। প্রথম কলকাতা ।।

Beauty Tips: কোন কোন প্রসাধনী ফ্রিজে রাখলে ভালো থাকে। ব্যবহার করা যায় দীর্ঘদিন। শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে না আপনার প্রিয় নেল পালিশ, লিপস্টিক বা কাজল। সঠিকভাবে প্রসাধনী সংরক্ষণ না করলে সময়ের আগেই তার মেয়াদ ফুরিয়ে যায়। ফলে প্রিয় প্রসাধনী সম্পূর্ন ব্যবহার করার আগেই ফেলে দিতে হয়। এসব প্রসাধনী সংরক্ষণের সঠিক উপায় জানা থাকলে দীর্ঘদিন ভালো রাখা যাবে জিনিস গুলি। বেশ কিছু প্রসাধনী রয়েছে, যেগুলো ফ্রিজে সংরক্ষণ করতে হয়। সেগুলোই কী-কী, দেখে নিন।

লিপস্টিক, টিপ, কাজল সহ নানান ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি আমরা। প্রসাধনীর মধ্যে শুধু যে লিপস্টিক, কাজল, ফেসওয়াশ, ফেসপাউডার এসবই নয়, থাকে বিভিন্ন টোনার ক্রিমও। যে কারণে এই সব কিছুই যত্ন করে রাখার প্রয়োজন রয়েছে। কিছু প্রসাধনী আছে যেগুলো ফ্রিজে থাকলেই সবথেকে ভাল থাকে। তাই বলে বাজার থেকে কিনে এনেই ফ্রিজে ভরে দিতে হবে এমনটা নয়। ফ্রিজে রাখলে যে মেয়াদ উত্তীর্ণ হলেও ব্যবহার করা যাবে তাও নয়। প্রসাধনীর দীর্ঘ সময় ভালো রাখতেই এগুলো ফ্রিজে রাখার প্রয়োজন রয়েছে।

আপনি কি নিয়মিত টোনার ব্যবহার করেন? তাহলে টোনারের বোতলটি ফ্রিজে রাখুন। এ ধরনের প্রসাধনীগুলিও ফ্রিজে রাখলে অনেক দিন ভাল থাকে। ঠান্ডা টোনার মুখে লাগালে ত্বকও ভাল থাকে। এছাড়া নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিমের মতো প্রসাধনীও ফ্রিজে রাখা ভাল। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে। এ সব ক্রিম ফ্রিজ থেকে বার করে ত্বকে রেখে ব্যবহার করলে বেশি আরাম পাবেন

লিপস্টিক ভরে রাখতে পারেন ফ্রিজের মধ্যে। এতে লিপস্টিকের মধ্যে থাকা প্রাকৃতিক তেল অনেক দিন ভাল থাকে। রং নষ্ট হয় না, লিপস্টিকের আর্দ্র ভাবও বজায় থাকে।

অ্যালোভেরা জেল দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজে ভরে রাখুন। ত্বক রোদে পুড়ে গেলে কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যা হলে ঠান্ডা অ্যালো ভেরা জেল দ্রুত আরাম দেয়।

সমস্ত প্রসাধনীর মধ্যে নেলপলিশ খুব সাধারন। কিন্তু অনেক সময়েই দেখা যায় শেষ হওয়ার আগেই জমে গিয়েছে নেলপালিশ। এই সমস্যা থেকে রেহাই পেতে ফ্রিজে রাখতে পারেন আপনার প্রিয় নেল পালিশ। ফ্রিজে রাখলে তা হবে না আর লাগানোর পর নখেও নেল পালিশ টিকে থাকবে বেশি দিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version