Sleep Tourism: ঘুরতে গিয়ে ঘুমতে চান! স্লিপিং ট্যুরিজমের জন্য ভারতে আদর্শ কোন কোন জায়গা ?

।। প্রথম কলকাতা ।।

Sleep Tourism: ঘুরতে যেতে সকলেই কম বেশি ভালোবাসেন। মূলত সারা দিনের কাজের চাপ, রুটিন মাফিক জীবন থেকে কিছুক্ষণের ছুটি নেওয়ার জন্য ঘুরতে বেরিয়ে পড়েন মানুষ। ভ্রমণপিপাসু মানুষেরা নিশ্চয়ই জানেন বর্তমানে ট্যুরিজমের অভিধানে আরও একটি নতুন নাম যুক্ত হয়েছে। বিষয়টা যদিও সকলেরই জানা কিন্তু নামটা খানিক ভিন্ন ধরনের। স্লিপিং ট্যুরিজম। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে স্লিপিং ট্যুরিজম।

* স্লিপিং ট্যুরিজম কী ?

ভারতে এখনও পর্যন্ত এই ধরনের ট্যুরিজমের খুব একটা প্রচলন নেই। কিন্তু বিদেশে এই ধরনের পর্যটনের দারুণ চল রয়েছে। অনেকেই কাজের চাপে অনিদ্রাজনিত সমস্যায় ভোগেন। মানসিক চাপেও জর্জরিত অনেকে সেক্ষেত্রে হাওয়া বদল, জল বদলের জন্য বাইরে যান। পূর্বেও সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা অসুস্থ হলে এই হাওয়া বদল জলবদলের বিষয়টি ভীষণ গুরুত্ব দিয়ে দেখতেন। এখন সেটাই কালের স্রোতে পরিবর্তনের সাথে সাথে স্লিপিং ট্যুরিজম নামে পরিচিতি পেয়েছে। বাড়ির বাইরের এমন কোন জায়গা যেখানে গিয়ে অন্ততপক্ষে শান্তিতে কোন রকম চাপ ছাড়া ঘুমিয়ে কাটাতে পারবেন মানুষ। হ্যাঁ, এখন ঘুরতে গিয়েও ঘুমিয়ে কাটানো ট্রাভেলিংয়ের মধ্যেই পড়ে।

ভারতের কোন কোন জায়গা গুলি স্লিপিং ট্যুরিজমের জন্য আদর্শ ?

* নাকো : হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রাম হল নাকো। এটি কিন্নর জেলায় অবস্থিত। ওই গ্রামে বৌদ্ধ মন্দির এবং পবিত্র লেক রয়েছে। কাজ থেকে কিছুদিনের ছুটি নিয়ে আপনিও শান্তিতে ঘুমোতে চাইলে ঘুরে আসতে পারেন নাকো গ্রাম।

* ডুয়ার্স : বাঙালির শৈল শহর দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য একেবারে সঠিক জায়গা। কিন্তু বর্তমানে এত বেশি পর্যটকের আনাগোনা সেখানে যে শান্তিতে ঘুমোনোর মত পরিবেশ আপনি পাবেন না । তবে উত্তরবঙ্গের ডুয়ার্স কিন্তু একেবারেই নিরিবিলি জায়গা। চা বাগানের মনোরম পরিবেশ এবং সেখানকার আবহাওয়া আপনার মন মস্তিষ্ককে ভীষণভাবে আরাম দেবে।

* আলেপ্পি : অনেকেই ঘুরতে গেলে এমন একটি জায়গা খুঁজে বের করতে চান যেখানে ভিড়, কোলাহল ব্যস্ততা এই সবকিছু থাকবে না। তার জন্য একটি আদর্শ জায়গা হল কেরলের আলেপ্পি। এখানকার হাউজবোটে ভেসে ভেসে রাত্রি যাপন আপনার জীবনের সেরা অভিজ্ঞতাগুলির মধ্যে একটি হতে পারে।

* চেরাপুঞ্জি : মেঘালয়ের অন্যতম জনপ্রিয় জায়গা হল চেরাপুঞ্জি। জলপ্রপাত আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে শান্ত করতে ভীষণ সাহায্য করবে। এছাড়াও চেরাপুঞ্জির আবহাওয়া যেকোনো মানুষের মন ভালো করতে সক্ষম।

* পুদুচেরি : একসময় ফরাসি উপনিবেশ গড়ে উঠেছিল ভারতের মানচিত্রের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই পুদুচেরিতে । এখন সেখানকার নীল জলরাশি পর্যটকদের আকর্ষণের অন্যতম জায়গা । এই এই পর্যটন কেন্দ্রকে কয়েকটা দিনের জন্য নিজের আস্তানা বানিয়ে নিন। আর সঙ্গে রাখুন আপনার কাছের মানুষকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version