Skincare Benefits of Flowers: শীতে ত্বক মোলায়েম এবং উজ্জ্বল করতে চান? এই সাধারণ ফুলেই হবে ম্যাজিক

।। প্রথম কলকাতা ।।

Skincare Benefits of Flowers: শুরু হয়েছে শীতের মোরসুম, বইছে ঠান্ডা হাওয়া। এই সময় ত্বক শুষ্ক নিষ্প্রাণ হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে যাদের ত্বক স্বাভাবিকের তুলনায় একটু বেশি শুষ্ক, তারা এই বেশ বিড়ম্বনায় পড়েন। দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেও ত্বকের জেল্লা ফিরে পান না। জানেন কি, ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি ত্বকের জেল্লা ধরে রাখে শীতকালীন বিভিন্ন ফুল। ঘরে বসে সামান্য কয়েকটি সহজলভ্য ফুল দিয়েই আপনি ত্বক চর্চা করতে পারেন। পাশাপাশি ফুলের সুগন্ধে আপনার হৃদয়ও সুগন্ধী হয়ে উঠবে । জেনে নিন শীতের ফুল থেকে ফেসপ্যাক তৈরির পদ্ধতি, যা ব্যবহার করে আপনি এই শীতের মোরসুমে ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন।

(১)ত্বক যদি খুব সংবেদনশীল হয় তাহলে ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। জবা( Hibiscus) ফুল দিয়ে নিজের জন্য তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক। এই প্যাকটিতে মধু ব্যবহার করতে পারেন। জবা এবং মধুর ফেসপ্যাক স্পর্শকাতর ত্বকের জন্য খুবই উপকারী। এই ফেসপ্যাকটি আপনার ত্বক পরিষ্কার করার পাশাপাশি পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এই ফুল ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করে। কয়েকটি লাল জবা ফুল থেঁতো করে তার সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে মুখে দশ মিনিটের জন্য ব্যবহার করুন। তারপর আলতো করে ঘষে ঘষে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। চাইলে এই পেস্টের সঙ্গে আপনি ভিটামিন-ই ব্যবহার করতে পারেন।

(২)গাঁদা( Marigold) ফুল সব জায়গায় সহজেই পাওয়া যায়। গাঁদা ফুল এবং হলুদ দিয়ে তৈরি একটি ফেসপ্যাক আপনার তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী হতে পারে। তৈলাক্ত ত্বকের কারণে যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটি বেশ কার্যকর। আপনি গাঁদা ফুল বা তাজা ফুল শুকিয়ে একটি পেস্ট প্রস্তুত করবেন। এই পেস্টে সামান্য হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করবেন। এছাড়াও কয়েকটি গাঁদা ফুল পাতা সহ থেঁতো করে ব্রণের উপর ব্যবহার করতে পারেন। সানবার্ন এবং ত্বকের কালো ছোপ দূর করতে গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ জল আর চন্দনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করুন।

(৩)শীতে অনেকে প্রায়ই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। এমন পরিস্থিতিতে শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে গোলাপ( Rose) ফুলের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে পারেন। এই দুটি জিনিসই ত্বকে লাগালে আপনার মুখ হাইড্রেটেড থাকবে। ঠান্ডা বাতাসের কারণে সৃষ্ট শুষ্কতা থেকেও মুক্তি পাবেন। গোলাপের এই পেস্ট বলিরেখা দূর করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং কালচে ভাব কমিয়ে দেয়।

গোলাপের কয়েকটি পাপড়ি প্রথমে কাঁচা দুধে ভিজিয়ে রাখবেন। তারপর আধঘন্টা পরে তা পেস্ট করে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে প্যাক বানাবেন। এই মিশ্রণ পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলবেন। এর ফলে আপনার ত্বক আগে থেকে অনেক বেশি কোমল এবং মসৃণ হবে।

ফুলের প্যাক ব্যবহার করুন সঠিক নিয়মে

ফুল দিয়ে তৈরি প্যাক ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। যখন প্যাক তৈরি করবেন তার আগে ফুল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। সরাসরি ফুল কখনোই ত্বকে ব্যবহার করবেন না। তার সঙ্গে ত্বক-বান্ধব কিছু উপাদান মিশিয়ে নেবেন। ফুলের প্যাক মুখের ত্বকে ব্যবহার করার আগে আগে হাতের কোন অংশে মেখে দেখে নিন। যদি দেখেন ত্বকে অ্যালার্জি বা কোন সমস্যার সৃষ্টি হয়েছে তাহলে তা মুখে ব্যবহার করবেন না। যতটা সম্ভব চেষ্টা করবেন ফুলের তৈরি প্যাক যেন টাটকা থাকে। কারণ বেশি সময় ধরে এই প্যাক বানিয়ে রেখে দিলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version