ব্রাইডাল মেহেন্দির রং গাঢ় করতে চান ? এই টোটকা মানলে দারুণ রং আসবে

।। প্রথম কলকাতা ।।

বিয়ের মেহেন্দির রং গাঢ় না হলে একটুও ভালো লাগে না। ঘটা করে আয়োজন করছেন কিন্তু জানেন কোন টোটকা মানলে মেহন্দির রং গাঢ় হবেই? বিয়ের দিন আপনার হাতের দিকে চোখ টানবে সকলের। বিয়ের আগে ঘটা করে হয় মেহন্দির অনুষ্ঠান। কনের আত্মীয়েরা, বান্ধবীরাও মেহেন্দি করেন। ঘটা করে মেহন্দি পরার পর যদি গাঢ় লালচে রং না আসে, তা হলে মনটা খারাপ হয়ে যায়। মেহেন্দিতে কীভাবে রঙ ধরে রাখা সম্ভব? কীভাবে সুন্দর রং আসবে? টিপস গুলো জানুন।

ভিক্স বা অন্য কোনও বামও লাগিয়ে নিতে পারেন দারুণ রং ধরবে। জলে চিনি গুলে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন, মেহন্দি শুকিয়ে গেলে এই মিশ্রণে তুলো ডুবিয়ে সারা হাতে বুলিয়ে নিন। কীভাবে এই মিশ্রণ বানাবেন? একটি বাটিতে অল্প জল নিন, এর পর ওই জলের সঙ্গে কিছুটা চিনি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন, এর পর ওই মিশ্রণে কিছুটা লেবুর রস যোগ করুন। জল, চিনি এবং লেবুর রসের মিশ্রণটি ঠান্ডা করে নিন। মেহন্দি শুকিয়ে এলে অন্তত ৩ বার এই মিশ্রণটি হাতে লাগলেই দারুন কাজ দেবে।

মেহন্দির রং কালচে করার উপায় আছে আপনার রান্নাঘরেই। অনেকেই গাঢ় লাল রঙের মেহন্দি পরতে বেশি ভালবাসেন। আবার অনেকে কালচে মেরুন রং পছন্দ করেন। যাঁরা কালচে মেরুন রং পছন্দ করেন, তাঁরা অবশ্যই এই ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখতে পারেন।হাতের মেহন্দি কিছুটা শুকিয়ে এলে একটি কড়াই বা তাওয়ায় কয়েকটি লবঙ্গ নিয়ে অল্প আঁচে গরম করে নিন। লবঙ্গ গরম হয়ে এলে কড়াই বা তাওয়া থেকে যখন ধোঁয়া উঠবে তখন হাতটি ভাল করে সেঁকে নিতে পারেন অথবা লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন। বাজারে সহজেই মিলবে লবঙ্গের তেল। মেহন্দি কিছুটা শুকিয়ে এলে তুলো দিয়ে হাতের মেহন্দি লাগানো অংশে লাগিয়ে নিন।

হাতে মেহেন্দি করার পর, গরম প্যানে তিন থেকে চারটি রসুন গরম করে নিন। এবার সেই রসুন মেহেন্দির উপর হাতে ব্যবহার করুন। মেহেন্দির রঙ খুবই গাঢ় হবে। মেহেন্দি তুলে ফেলার পর দুটো হাতেই সর্ষের তেল দিন সর্ষের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করলে তার রঙ গাঢ় আর সুন্দর হয়ে ওঠে।

শুধু মেহেন্দি করে নিলেই হল না তার আগে আপনাকে বেশ কিছু ভীষণ মাথা রাখতে হবে। এগুলো কেউ কোনদিনও বলে দেবে না। তাই সুন্দর মেহেন্দির রং পেতে গেলে এই টোটকা গুলো জানুন। মেহন্দি করার আগে খেয়াল রাখবেন আপনার হাত যাতে পরিষ্কার থাকে। প্রয়োজনের মেহন্দি লাগানোর আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ভাল করে হাত শুকিয়ে নিন। মেহন্দি লাগানোর আগে হাতে কোনও রকম ক্রিম বা লোশন লাগাবেন না। পরার আগে স্নান সেরে নিন যাতে এক বার মেহন্দি পরা হয়ে গেলে আপনাকে আর জলের কোনও কাজ না করতে হয়।

মেহন্দি পরার পর ভুল করেও ওয়াক্সিং করবেন না। শুকনোর জন্য কখনওই ড্রায়ার ব্যবহার করবেন না। চেষ্টা করুন মেহন্দি লাগানোর অন্তত ১২ ঘণ্টা পর হাতে জল লাগাতে। পরার পর সরাসরি সূর্যের আলো লাগাবেন না।বিয়ের সাজ-পোশাক এবং গয়না বা মেকআপ ছাড়াও আরও একটি বিষয় নিয়ে কনেরা বেশ চিন্তিত থাকেন। সেটি হল মেহন্দি। মেহন্দির নকশা কেমন হবে, তা হয়তো আগে ভাগেই ঠিক করো নিয়েছেন। তবে শুধু সুন্দর নকশা করলেই তো হল না, মেহন্দি গাঢ় না হলে পুরো খাটনিটাই বিফলে যাবে। তাই এই টিপসগুলো মানুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version