Perfume Spray: পুজোয় বডি স্প্রের গন্ধ টিকিয়ে রাখতে চান? দীর্ঘ স্থায়ী করতে জানুন উপায়

।। প্রথম কলকাতা ।।

Perfume Spray: পুজোয় ভ্যাপসানি গরমে বডি স্প্রের গন্ধ উধাও হয়ে যাওয়া নিয়ে চিন্তা ? নামি দামী সুগন্ধি ব্যবহার করেও টেকসই হচ্ছে না গন্ধ। পুজোয় ঘুরতে বেরিয়ে ঘামের কারণে বডি স্প্রের গন্ধ টিকিয়ে রাখবেন কিভাবে? বাজারে এখন হরেক রকমের সুগন্ধি। প্রতিদিন কাজে বেরোনোর সময় বডি স্প্রে বা পারফিউম আমরা সকলেই ব্যবহার করে থাকি। ঘামের দুর্গন্ধ ঢাকতে বা চট জলদি রিফ্রেশ হতে সুগন্ধি ব্যবহার করতেই হয়। অনেকে আবার বাইরে বেরলে পকেট পারফিউম বা বডি স্প্রে সঙ্গে রাখেন। কারণ, অনেক সময়েই এই সুগন্ধি দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। সুগন্ধি সঠিকভাবে ব্যবহার করতে না জানলে বেশিক্ষণ টিকবে না পারফিউম।

ঘামের দুর্গন্ধ দূর করতে অনেকেই সুগন্ধি ব্যবহার করেন। এক এক ধরনের সুগন্ধির ব্যবহার এক এক রকম। সঠিক ব্যবহার না জেনে যেগুলি ব্যবহার করা ঠিক নয়। এর ফলে, সুগন্ধি যেমন দীর্ঘস্থায়ী হয় না। তেমনই ভুল ব্যবহারের ফলে ত্বকের ও জামা কাপড়ের ক্ষতি হতে পারে। বাজার থেকে বডি স্প্রে বা পারফিউম কেনার পর কিভাবে ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হবে আসুন জেনে নেওয়া যাক। সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে যে ভুল গুলি আমরা প্রায়শই করে থাকি তা হল জামা-কাপড়ের উপর পারফিউম স্প্রে করা। এতে কোনওদিন সুগন্ধ স্থায়ী হবে না। পাশাপাশি জামায় পারফিউম বা বডি স্প্রে-এর দাগ পড়ে যায়।

হাতের কব্জিতে সুগন্ধি মেখে নিয়ে দু হাত দিয়ে ঘষে নেওয়ার অভ্যাস রয়েছে? এতেও কিন্তু কোনও কাজ হয় না। জামা-কাপড়ের বদলে ত্বকের উপর সুগন্ধি স্প্রে করা উচিত। কিন্তু বিশেষ উপায়ে সুগন্ধি ব্যবহার না করলে কোনও লাভই হবে না। ব্যবহার করার পর বেশিক্ষণ গন্ধ টেকসই করতে কি করবেন ?

দেহের ‘পালস পয়েন্ট’-এ অর্থাৎ যেখানে হৃদ্‌স্পন্দন অনুভূত হয় সেখানে সুগন্ধি স্প্রে করুন। কব্জি, গলার তলা, কানের পিছন, হাতে ভাঁজে সুগন্ধি স্প্রে করুন। এতে সহজে পারফিউমের গন্ধ উধাও হবে না।

পারফিউম স্প্রে করার পর ঘষে নেওয়ার অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়। এতে গন্ধ স্থায়ী হয় না। পারফিউব ঘষলে এর মধ্যে থাকা মলিকিউলগুলো ভেঙে যায়। এতে পারফিউমের সুবাস নষ্ট হয়ে যায়।

পারফিউমের গন্ধকে স্থায়ী করার জন্য সাত-আটবার স্প্রে করার প্রয়োজন নেই। এতে সুবাস উগ্র হয়ে যেতে পারে। তিন থেকে চারবার স্প্রে করলেই পারফিউমের সুগন্ধ বজায় থাকবে।

শরীর যে অংশগুলো কম ঘামে যেমন, কানের পেছনে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।

সব থেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। প্রথমে চিরুনিতে পারফিউম স্প্রে করুন, তারপর সেটা দিয়ে মাথা আঁচড়ান।

বডি স্প্রেটি শরীরে স্প্রে করার সঙ্গে সঙ্গে গায়ে জামা পরবেন না। সুগন্ধি সারা গায়ে ছড়িয়ে পড়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন।

আপনার বডি স্প্রেটি যদি একেবারেই কম সময় স্থায়ী হয়, সেক্ষেত্রে এটিকে সব সময় অপনার সঙ্গেই রাখুন এবং কিছুক্ষণ পর পর ব্যবহার করুন।

আপনি যেই ব্র্যান্ডের বডি স্প্রে ব্যবহার করছেন একই সঙ্গে ওই ব্র্যান্ডের একই সুবাসযুক্ত অন্য প্রসাধনীও ব্যবহার করুন। এতে করে বডি স্প্রের সুগন্ধিটি দিনের শেষে ফিকে হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version