।। প্রথম কলকাতা ।।
Christmas Celebration: ক্যারোলে সুর আর মোমের আলো, বড়দিনকে একটু বেশি স্পেশাল করে তোলে। এর পাশাপাশি রয়েছে কচিকাঁচাদের হইহুল্লোড়। আপনি যদি ২০২২ এর ক্রিসমাসকে একটু অন্যরকম ভাবে উদযাপন করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে ভারতের বিশেষ কয়েকটি জায়গার হদিশ। যেখানে পাবেন রূপকথার গল্পের স্বাদ। মনে হবে যেন এক মায়াময় পরিবেশে প্রবেশ করেছেন। গোটা ভারতবর্ষ জুড়ে বড়দিন স্পেশাল ভাবে পালন করা হলেও, এমন কিছু জায়গা রয়েছে যেখানে বড়দিনের উদযাপন সারা বিশ্বকে অবাক করে দেয়। সুশোভিত ক্রিসমাস ট্রি যেন শীতকালীন আশ্চর্য ভূমি সজ্জা, শীতের নীরব রাতে তৈরি হয় মিষ্টি শব্দ। চট করে জেনে নিন এই বিশেষ জায়গাগুলির ঠিকানা।
(১)বিভিন্ন উদযাপনের প্রাণকেন্দ্র গোয়া (Goa) জানে কিভাবে যীশুর জন্ম উদযাপন করতে হয়। বিপুল উৎসাহ, আড়ম্বর আর প্রদর্শনীর সাথে পালিত হয় বড়দিন। এই দিনটিকে কেন্দ্র করে ভারতের পার্টির রাজধানী আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সুন্দর সৈকতে যে কেউ বড়দিনের উষ্ণতার অনুভব করতে পারেন। গোয়া বড়দিনের এতটা স্পেশাল হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এই সময় পুরো শহর ফুল এবং আলো দিয়ে সাজানো হয়। মধ্যরাতে সাধারণ মানুষ ক্যারল গান। রেস্তোরাঁ গুলি ক্রিসমাস লাঞ্চ এবং ডিনার পরিবেশন করে, বাজানো হয় লাইভ ব্যান্ড। এছাড়াও বড়দিনের উদযাপনকে বিশেষভাবে সাজাতে গোয়ায় পাবেন চোখ ধাঁধানো মার্কেট।
(২)বড়দিনে ঘুরে আসতে পারেন কেরালা (Kerala) থেকে। ক্রিসমাস মরশুমে এই জায়গাটি রীতিমত স্পটলাইটে থাকে। এই সময়ে সমস্ত রাস্তা আলো দিয়ে সাজানো হয়। গির্জা গুলি প্রায় সারা রাত খোলা থাকে। রেস্তোরাঁ গুলি খাবার এবং পানীয়ের উপর দেয় আকর্ষণীয় ছাড়। মানুষের আনন্দের সঙ্গে যোগ হয় জমকালো সমুদ্র সৈকত আর নির্মল ব্যাক ওয়াটার।
(৩)ভারতে বড়দিন উদযাপনের জন্য সেরা জায়গা হতে পারে দমন ও দিও (Daman and Diu)। এখানে বেশকিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপরি পাওনা হিসেবে পাবেন পর্তুগিজ নৃত্যের কিছু ধরণ। স্পন্দনশীল বাতিগুলি রাতের আকাশকে আলোকিত করে। অসাধারণ হয়ে ওঠে উৎসবের মরশুম। পর্তুগিজ সংযোগের কারণে ভারতের এই অঞ্চল ক্রিসমাস উদযাপনের একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে।
(৪)বড়দিনে যদি একটু শান্ত নিরিবিলি কোন স্থানে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে চান তাহলে যেতে পারেন শিলং। কারণ শীতকালে মানুষ খুব একটা এই জায়গায় যান না। এখানে খ্রিস্টানদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে। বড়দিন উপলক্ষে ঝকঝকে আলোয় সাজানো হয় গির্জা, বাড়িঘর, রাস্তাঘাট। এখানকার মানুষরা ঐতিহ্যবাহী রন্ধন প্রস্তুত করেন। তারপর সন্ধ্যায় হয় শ্রুতিমধুর ক্যারল। কিছু কিছু গির্জাতে আবার স্থানীয় ব্যান্ড গসপেল সঙ্গীত বাজায়।
(৫)আপনি যদি সাদা শুভ্র বড়দিনের স্বপ্ন দেখে থাকেন তাহলে উপযুক্ত গন্তব্য হলো মানালি (Manali)। বরফের স্বর্গ মানালি ভারতের ক্রিসমাস উদযাপনের একটি সেরা জায়গা। এখানে বেশিরভাগ সময় তুষারপাত হয়, যা পর্যটকদের স্নো ম্যান বানানো কিংবা একে অপরের দিকে স্নোবল ছোঁড়ার সুযোগ করে দেয়।
(৬)বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে ক্রিসমাস ছুটি কাটানোর জন্য দুর্দান্ত জায়গা মুম্বাই (Mumbai)। এই সময় এখানে শপিংমল এবং মার্কেটপ্লেস গুলিতে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হয়। বান্দ্রা, হিল রোডের ফুটপাতে দেখতে পাবেন অসাধারণ সব আলোকসজ্জা।
(৭)ভারতের বিভিন্ন জায়গায় বিশেষভাবে বড়দিন উদযাপন করা হলেও বাঙালিদের কাছে বড়দিন উদযাপনের সেরা জায়গা কলকাতা (Kolkata)। এই সময় ফল আর পেস্ট্রি কেকের সুগন্ধে বাতাস ভরে ওঠে। জমজমাট হয়ে ওঠে কলকাতার অলি গুলির বাজার গুলো। বিভিন্ন ধর্মের মানুষ প্রার্থনা করেন এবং ক্যারল গান। বড়দিন উপলক্ষে কলকাতার বাজারগুলি বেশ ব্যস্ত থাকে। উৎসবের মরশুমে এখানে দেওয়া হয় দুর্দান্ত সব ডিসকাউন্ট। আলো, শব্দ প্রদর্শনীর, মনোরম সঙ্গীত, ফাটাফাটি স্বাদের সব খাবার এই শহরের পরিবেশকে দ্বিগুণ আনন্দময় করে তোলে। পার্ক স্ট্রিট( Park Street) হলে এমন একটি জায়গা যা উৎসবের মেজাজকে অসামান্য করে তোলে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম