Christmas Destination 2022 : বড়দিনের ছুটিতে ঘরে মন টেকে না ? কম খরচে আপনার গন্তব্য হোক এই ৫ ঠিকানা

।। প্রথম কলকাতা ।।

Christmas Destination 2022 : সারা বছরে পুজো-দিওয়ালির ছুটিতে বাড়ি থেকে দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে বেশিরভাগ ভ্রমণপিপাসুদের। আর তারপর আসে বছর শেষের ছুটি (Holiday)। এই ছুটি যেন বড়ই টানে ভ্রমণ প্রিয় মানুষদের। ২০২২ শেষের পথে। হাতে গোনা আর মাত্র ক’টা দিন। দেখতে দেখতেই এসে যাবে বড়দিন। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত যেন অঘোষিত হলি ডে চলে অনেকের জন্যেই। কেউ কেউ আবার সারা বছরের ছুটি বাঁচিয়ে রাখেন শুধু বছরের শেষের ক’টা দিন নিজের মতো করে কাটাবেন বলে .তাই তাঁরা নিশ্চয়ই বড়দিনের (Christmas) ছুটিতে কোথাও ঘুরতে যাবেন এটা ঠিক করে ফেলেছেন। কিন্তু কোথায় ঘুরতে যাবেন তা ভেবে কূল পাচ্ছেন না।

তারপরে যদিও বা জায়গা পছন্দ হচ্ছে কিন্তু সেখানকার খরচ বইতে গেলে পকেটের উপর ভীষণ চাপ পড়ছে। শুধু ঘুরতে গেলেই তো চলবে না পকেটের কথাও তো বছর শেষ চিন্তাভাবনা করতে হবে। তাই ২০২২ শেষ হওয়ার আগে বড়দিনের ছুটিতে অল্প বাজেটে দারুন কিছু জায়গার হদিশ রইল আজকের প্রতিবেদনে। চিন্তা নেই, প্রত্যেকটি জায়গাই দেশের মধ্যে । আর আপনার সময় এবং ব্যয় করা অর্থ কোনোভাবেই জলে যাবে না। মোটামুটি যদি ১০ থেকে ১৫ হাজারের মতো বাজেট থেকে থাকে তাহলে নিজের সময় এবং সামর্থ্য অনুযায়ী খুব সহজেই ট্রেন বা কিংবা বিমানে এই গন্তব্যগুলিতে পৌঁছে যেতে পারবেন।

মিজোরামের লুংলেই (Lunglei) : আপনার কাছে ছুটি মানেই যদি হয় পাহাড়, তাহলে এই ডেস্টিনেশন আপনাকে খুশি করবেই । পাহাড়ি সৌন্দর্যে ঘেরা লুংলেই শহর ঘুরে আসতে পারেন বড় দিনের ছুটিতে। মিজোরামে এত সুন্দর যে একটি শহরের অস্তিত্ব রয়েছে তা এখনও পর্যন্ত অনেকের কাছে অজানা । সেখানে একদিকে যেমন রয়েছে মনোরম পার্বত্য পরিবেশ আর অন্যদিকে মন মস্তিষ্ককে শান্ত করে দেওয়ার মতো আবহাওয়া। সেখানে থাকা খাওয়ার খরচ মিলিয়ে ব্যক্তি পিছু ৪ থেকে ৭ হাজার টাকা যথেষ্ট। আর তারপর যাতায়াত বাবদ যেটুকু খরচ।

হিমাচল প্রদেশের জিভি (Jibhi) : হিমাচল প্রদেশে শুধু সিমলাই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু নয়। সিমলা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে যদি যেতে পারেন তাহলে আরো একটি নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা আপনার জন্য অপেক্ষা করছে। সেখানে রয়েছে গভীর অরণ্য এবং জলপ্রপাত জিভি। এখনও পর্যন্ত এই জায়গাটির নাম লোকমুখে ততটা প্রচার পায়নি। আপনি যদি প্রিয় মানুষের সঙ্গে বা একা নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান তাহলে এই বছরের বড়দিনে আপনার গন্তব্য হতে পারে শহরের কোলাহল থেকে একেবারে দূরে অবস্থিত জিভি।

তামিলনাড়ুর পুদুচেরি (Puducherry) : এমন কোন লিখিত নিয়ম তো নেই যে আপনাকে ছুটি কাটাতে হলে পাহাড়েই যেতে হবে। বিকল্প হিসেবে রয়েছে সমুদ্র সৈকত। চলতি বছরে আপনিও ফরাসিদের সংস্কৃতি এবং খাদ্যাভাসে কিছুদিন নিজেকে সাজিয়ে তুলতেই পারেন । এটার জন্য ফ্রান্সে যাওয়ার প্রয়োজন নেই। রয়েছে তামিলনাড়ুর পুদুচেরি। ১৯৫৪ সাল পর্যন্ত এটা ফ্রান্সের উপনিবেশ ছিল। ফরাসিরা কবে বিদায় নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের সংস্কৃতি এবং তাদের কিছু কিছু খাদ্যাভ্যাস পুদুচেরির মানুষদের মধ্যে রয়ে গিয়েছে। সোলো ট্রাভেল করলে একটা স্কুটার ভাড়া করে নিয়ে নিজের মতো ঘুরে দেখুন সেখানকার অসাধারণ সব রেস্তোরাঁ , সমুদ্র সৈকত আর পুরনো পুরনো কিছু আকর্ষণীয় চার্চ। বলে রাখা ভালো এখানকার খরচ কিন্তু একেবারেই মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি। তবে খরচ করতে হবে বুঝে শুনে।

সিকিমের নামচি (Namchi) : মাত্র এক হাজার টাকা খরচ করলে বিভিন্ন মানের খাবার এবং থাকা জায়গা পেতে পারেন। এমন জায়গা রয়েছে দক্ষিণ সিকিমের নামচিতে। এই এলাকাটি প্রায় ৪ হাজার ৪০০ ফুট উঁচুতে অবস্থিত। সেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা সহ আরও বেশ কিছু তুষার শৃঙ্গের দৃশ্য দেখতে পাবেন। নামচিতে যদি ঘুরতে চান গাড়ি ভাড়া করতে পারেন। সেখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে বদ্রীনাথ, কেদারনাথ, দ্বারকা, রামেশ্বরম, গঙ্গোত্রী প্রভৃতি মন্দিরের সুন্দর রেপ্লিকা তৈরি করা হয়েছে। একটা বিশাল উচ্চতার শিব মূর্তি রয়েছে। একটু অন্যরকম বড়দিনের ছুটি কাটাতে নামচি কিন্তু বেশ ভালো অপশন।

হিমাচল প্রদেশের কসোল (kasol) : হিমাচল প্রদেশ এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো রকম অভাব নেই। সৃষ্টিকর্তা সেখানে সৌন্দর্য খানিকটা ঢেলে দিয়েছেন বলা যায়। এই রাজ্যের কুল্লু জেলায় একটি ছোট্ট শহর রয়েছে যার নাম কাসোল। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য কসোল কিন্তু দারুণ জায়গা। কারণ এখানে আপনি যেমন হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রাণ খুলে। তেমনি পার্বত্য নদীতে বিভিন্ন অ্যাডভেঞ্চার্স স্পোর্টসের অভিজ্ঞতা নিতে পারবেন। কয়েকদিনের ট্রিপে যদি একটু রোমাঞ্চ খোঁজেন তাহলে একবার ঘুরে আসুন কাসোল। প্রতিদিন মাথাপিছু খরচ ওই ১০০০-১২০০ এর মধ্যে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version