Christmas Destination 2022: বড়দিনের ছুটিতে বিদেশ যাবেন ভাবছেন? ঝটপট জানুন ঠিকানাগুলি

।। প্রথম কলকাতা ।।

Christmas Destination 2022: এখন থেকেই সকলে ভাবতে শুরু করেছেন বড়দিনের ছুটিটা কীভাবে কাটাবেন। হাতে-গুনে আর মাত্র ২টো দিন, তার পরেই বছরের শেষ ছুটির আনন্দে গা ভাসাবে সবাই। এই সময় সারা বছরের ক্লান্তি দূর করতে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে থাকেন সকলেই। তবে সেই সঙ্গে মাথায় থাকে খরচার কথাও। তবে যদি কম খরচে ঘুরে আসা যায় ইউরোপের কিছু জায়গা, তাহলে ক্ষতি কি? অনেকেই হয়তো অবাক হচ্ছেন। কম খরচে, তাও আবার ইউরোপ কীভাবে? তাহলে জেনে নিন, ইউরোপের কোথায় কোথায় আপনি কম খরচে ঘুরতে যেতে পারবেন।-

ক্রোয়েশিয়া (Croatia): ইউরোপের এই জায়গাটি আপনাকে অবাক করবে, এটুকুনি বলতে পারি। এখানকার মনোরম পরিবেশ দেখলে আপনি রীতিমতো থম মেরে যাবেন। স্কুভা ডাইভিং থেকে শুরু করে স্নরকেলিং, কায়াকিংয়ের মত আরও অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে এখানে। প্রতিদিন খাবারের জন্য ২২০০ টাকা এবং হোটেল থাকার জন্য দরকার পরবে ২০০০ থেকে ৩৫০০ টাকা।

বুলগেরিয়া (Bulgaria): খুব কম খরচেই ঘুরে আসতে পারবেন বুলগেরিয়া। এখানে গেলে খাবার ও থাকার জায়গা অল্প খরচেই মিটে যাবে। আপনার সাধ্যের মধ্যেই ঘুরে আসতে পারবেন এই জায়গাটি। এখানে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। বলকান অঞ্চলের ছোট এই দেশকে ইউরোপের হীরা বলা হয়।

হাঙ্গেরি (Hungary): শীতের এই ছুটিতে আপনি কি বিদেশে যাওয়ার কথা ভাবছেন? কিন্তু সেইসঙ্গে ভাবছেন বাজেটের দিকটাও। তাহলে ঘুরে আসতে পারেন হাঙ্গেরিতে। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সেইসঙ্গে এই জায়গাটি অনেক ইতিহাসের সাক্ষী। দানিয়ুব নদীর উপত্যকায় অবস্থিত এই দেশের বেশিরভাগ এলাকা। হর্তবাগী ন্যাশনাল পার্ক, হেভিজ, বুদাপেস্ট সহ একাধিক ঘোরার জায়গা রয়েছে এখানে। যাঁরা ইতিহাসকে ভালোবাসে তাঁরা হাঙ্গেরিতে এসে থাকেন।

পর্তুগাল (Portugal): বড়দিনে এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে কারণে শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটি আপনার গন্তব্য হয়ে উঠতে পারে। তবে বাজেটের কথা ভাবার দরকার নেই। আপনার বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারবেন পর্তুগাল। সেইসঙ্গে এখানকার আরও কিছু কিছু জায়গায় ঘুরে আসতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে, দেখে চোখ জুড়িয়ে যাবে।

গ্রিস (Greece): যদি আপনি শান্তিপ্রিয় মানুষ হন, তাহলে ঘুরে আসতে পারেন এখানে। কম খরচে এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। সেইসঙ্গে শহরের কোলাহল থেকে একটু শান্তিতে দিন কাটাতে পারবেন। এখানে সমুদ্রসৈকত, দুর্গ, মন্দির সহ আরও অনেক ঘোরার জায়গা রয়েছে। পর্যটকদের কাছে ঘোরার জন্য এটি তালিকায় সবথেকে শীর্ষে থাকে। এবারে শীতে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন প্রাচীন নগর সভ্যতার কেন্দ্রস্থল।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version