Christmas Destination: বড়দিনে পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করছেন? রইল পাহাড়ের কোলে নিরিবিলি জায়গার হদিশ

।। প্রথম কলকাতা ।।

Christmas Destination: গত দু’বছর করোনা মহামারীতে বড় বড় উৎসব গুলির আনন্দের রেশ কিছুটা ফিকে ছিল। ২০২২ একটু অন্যরকম, কারণ এই বছরের শুরু থেকেই ছিল প্রচুর আশার আলো। মানুষ ধীরে ধীরে বেরিয়ে এসেছে ঘরবন্দী জীবন থেকে। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, ঘনিয়ে এসেছে বড়দিনের উৎসব। সারা বিশ্ব জুড়ে এই উৎসবের আমেজ বিরাজমান। ক্রিসমাসে (Christmas) যদি পরিবারের সঙ্গে একটু অন্যরকম ভাবে সময় কাটাতে চান তাহলে বানিয়ে ফেলুন ভ্রমণের পরিকল্পনা। ভারতের কিছু জায়গা আপনার জন্য একেবারে উপযুক্ত হবে। ফ্যামিলি কিংবা বাড়ির পুঁচকে সদস্যদের সাথে এই জায়গা গুলিতে সেরা ক্রিসমাস উদযাপনের সুযোগ রয়েছে।

শুধু ভারত নয়, বিশ্বের সব দেশই বড়দিন নিয়ে উচ্ছ্বসিত। এটি বছরের শেষ বড় উৎসব। এই উৎসব উদযাপনের মধ্য দিয়ে অনেকেই পুরনো বছরকে বিদায় জানাতে চায়। বড়দিনে ছুটির কারণে বহু ভ্রমণ প্রিয় মানুষ পরিকল্পনা করেন। শিশুরাও বড়দিনে একটু বেড়াতে যেতে চায়। এমতাবস্থায় কর্মজীবী অভিভাবকরা ভারতের এই জায়গা গুলি থেকেই ঘুরে আসলে মন্দ হবে না।

(১) শীতের আমেজে পালিত হয় বড়দিন। চারিদিকে থাকে ঠান্ডা শীতল হাওয়ার আমেজ। এই শীতকালে নতুন রূপে সেজে ওঠে নৈনিতাল (Nainital)। শিশু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সবুজ পাহাড়ের মাঝে বড়দিনের ছুটি উদযাপন উপভোগ করতে পারেন। এখানকার পুরনো কটেজ, নৈনি হ্রদ এবং পাহাড় আপনাকে মুগ্ধ করবে । দিল্লি থেকে নৈনিতালের দূরত্ব ২৯৯ কিলোমিটার । নৈনিতালের বহু আকর্ষণের কেন্দ্র রয়েছে। সেই তালিকায় রয়েছে নয়না দেবী মন্দির, হনুমান গাড়ি, টিফিন টপ প্রভৃতি।

(২) বড়দিনে ট্রয় ট্রেনের চেপে শিমলা (Shimla) শহরের নতুন রূপ উপভোগ করতে পারেন। হিমাচল প্রদেশে (Himachal Pradesh ) ক্রিসমাসের আগে থেকেই বহু পর্যটক ভিড় জমান। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা খুব একটা পাত্তা পায় না। বড়দিনের আনন্দ বলে কথা। নতুন রূপে সেজে ওঠে শিমলা। শহরটির চারিদিকে সাদা বরফ আর মাঝে মাঝে তুষারপাত , এসবের মাঝে মোমের আলো আর ক্যারলের সুরে নতুন রূপে সেজে ওঠে শিমলা। এছাড়াও এখানে উপরি পাওনা হিসেবে পাবেন বহু পুরনো রেস্তোরাঁর সুস্বাদু খাবার এবং ব্রিটিশ যুগের কিছু ক্যাফে।

(৩) পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের মোক্ষম জায়গা হল উটি (Ooty)। বাঙালির কাছে উটি চিরসবুজ প্রাণবন্ত এক জায়গা। নীলগিরি পর্বতমালার কোলে থাকা এই ছোট্ট শহর পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলার এই ছোট্ট শহরে রয়েছে প্রচুর চোখের আরাম। এখানে দেখতে পাবেন উটি হ্রদ, এমারেল্ড হ্রদ, দোদাবেতা চূড়া, জলপ্রপাত, বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি। এখানকার গার্ডেন গুলিতে নানান রকমের ফুলগাছ দেখতে পাবেন। এই ক্রিসমাস উটিতে পরিবারের সঙ্গে সৌন্দর্য উপভোগ করতে পারেন। সরাসরি কলকাতা থেকে উটি যাওয়ার কোন ট্রেন নেই। কলকাতা থেকে প্রথমেযেতে হবে চেন্নাই, তারপর চেন্নাই থেকে উটি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version