Goa christmas: জমকালো যীশুর জন্মদিন পালন, বড়দিনের ছুটিতে মেতে উঠুন গোয়ায়

।।প্রথম কলকাতা।।

Goa Christmas: বড়দিন ও বর্ষবরণ এর আগে উদযাপন উপলক্ষে সেজে ওঠে দেশের সৈকত রাজ্য গোয়া। কার্নিভাল থেকে শুরু করে মেলা, পাব, ক্রিসমাস সেলিব্রেশন, ক্রিসমাস ইভ কী নেই তালিকায়। ক্রিসমাসের সময় বহু মানুষ ভিড় করেন গোয়ায় (Goa)। ভারতের পার্টি ক্যাপিটাল বললেও এই জায়গাকে ভুল হবে না।

গোয়ায় ক্রুজে ভ্রমণ আপনার জন্য অনন্য অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। এইসব ক্রুজে আপনি ক্রিসমাসের ডিনার করতে পারেন। সমুদ্র (Sea) এবং প্রাকৃতিক দৃশ্য অন্বেষণের জন্য এটি দুর্দান্ত উপায়। গোয়া একটি অনন্য বিশেষত্ব হলো পন্ডায় মশলার বাগান ভ্রমণ। উৎপাদিত মসলার বৈচিত্র এবং তাদের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন আপনি। আপনি গোয়ার সমুদ্র সৈকতের বিভিন্ন অ্যাডভেঞ্চার মূলক কাজ করতে পারেন। যেমন স্কুবা ড্রাইভিং, হট এয়ার বেলুন রাইট ইত্যাদি।

গোয়া জনপ্রিয় পার্টি কালচারের (Culture ) জন্য। ক্রিসমাসের সময় গোয়া বেড়াতে গেলে আপনি এইসব পার্টির অংশ হতে পারছন। আর পোরার স্যাটারডে নাইট মার্কেট (Market), মাপুসার ফ্রাইডে মার্কেটগুলিতে জায়গায় এই ধরনের মজা হতে পারে। গোয়ায় প্রচুর গির্জা আর গ্যালারি এবং জাদুঘর রয়েছে যেখানে ব্যাসিলিকা অফ বম জেসাস, সেন্ট জেভিয়ার চার্চ(Church), পুরাতন গোয়ার প্রত্নতাত্ত্বিক জাদুঘর ইত্যাদি রয়েছে। আপনি ক্রিসমাসের সময় ওই জায়গাগুলি ঘুরে দেখতে পারেন।

পার্টি, নাইট ক্লাবের জমজমাট পরিবেশ গোয়াতে সারা বছরই থাকে। কিন্তু বড়দিনের সময় গোয়া হয়ে ওঠে আরো সুন্দর। একদিকে যেমন লেটনাইট পার্টি, গান বাজনার উৎসব অন্যদিকে তেমনই চার্চের ঘন্টার আওয়াজ। মন যেখানে যেতে চায় সেখানেই ঘুরে আসুন সারা রাত চার্চ খোলা থাকে। সারারাত লোকে লোকারণ্য থাকে সমুদ্র সৈকত, ঐতিহাসিক দুর্গ ,শপিং মল আর স্থানীয় দোকানগুলি। গোটা গোয়া সেজে ওঠে নানান আলোকসজ্জায়। স্থানীয় দোকানগুলিতে খুব দামেই মেলে কেক এবং ডেজার্ট। বিভিন্ন পাবে মেলে সেরা পানীয় এবং সুস্বাদু খাবার। সেদিন ক্যাসিনোগুলোতে ভাগ্য পরীক্ষা করে থাকেন অনেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version