চির উজ্জ্বল ত্বক চান ? ব্যাবহার করুণ পেঁপের তৈরী এই ফেসপ্যাক!

।। প্রথম কলকাতা ।।

সব সময় কার জন্য উজ্জ্বল ত্বক চান? পেপে দিয়ে এই ফেস প্যাক ব্যবহার করে দেখুন। রাতারাতি ফল দেখে নিজেই চমকে যাবেন! আর এই প্যাক নিয়মিত ব্যবহার করতে পারলে আপনার ত্বক হবে চির উজ্জ্বল। অফিস, বাড়ি, সংসার—সব কিছু সামলে নিজের যত্ন নেওয়ার সময় হয় না। অনেকে তো শরীরের খেয়াল রাখতেই ভুলে যান। খাওয়া-দাওয়াও বেশ খুব একটা নিয়ম মেনে করেন, তা নয়। সেখান থেকে ত্বকের যত্ন নেওয়ার কথা তো অনেকের মনেই থাকে না। তবুও উজ্জ্বল ত্বক তো সকলেরই চাই। আর উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া টোটকা গুলির মধ্যে পেঁপের জুরী মেলা ভার।

পাকা পেঁপে ত্বকের জন্য দারুণ উপকারী। পেঁপের মধ্যে বেশ ভাল পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। পাশাপাশি এই ফলের মধ্যে পাপাইন নামের এনজাইম রয়েছে। এই উপাদানগুলো ত্বকের উপর কালচে দাগ, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি দূর করতে সাহায্য করে। পাকা পেঁপের তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে আপনি নিখুঁত ত্বক পেতে পারেন। শুধু আপনাকে সঠিক ভাবে ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। কিভাবে বানালে সবচেয়ে ভালো কাজ করবে সেটাই আজ আপনাদের জানাবো

প্রথম যে প্যাকটির কথা বলবো সেটি হলো পেঁপে ও হলুদের ফেসপ্যাক। পেঁপে ও হলুদের এই প্যাক মুখে লাগাতে পারেন। এর জন্য পেঁপে ম্যাশ করে তাতে দুই চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পরে, এটি অন্তত দশ মিনিটের জন্য মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি এপলাই করলে শীঘ্রই আপনার ত্বকে পরিবর্তনগুলি দৃশ্যমান হবে।

পেঁপে ও চন্দনের ফেসপ্যাকও কিন্তু দারুন কার্যকরী। এর জন্য একটি পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে ম্যাশ করে তাতে মধু, লেবুর রস ও চন্দনের গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টে যেন চন্দনের গুঁড়ো না থাকে সেদিকে খেয়াল রাখুন। এই ফেসপ্যাকটি মুখে এবং ঘাড়ে লাগান । এই প্যাকটি অন্তত ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

শশা, কলা এবং পেঁপের তৈরী ফেসপ্যাকও ত্বক উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করে। শসা আমাদের ত্বককে হাইড্রেটেড রাখে । কলা ত্বককে ময়েশ্চারাইজড রাখতেও কাজ করে । শশা ছোট ছোট টুকরো করে কেটে পেঁপে ও কলা দিয়ে মিক্সারে মিক্সড করে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। এটি প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন, তারপরে এটি গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে ভুলবেন না।

আর শুষ্ক ত্বকের জন্য পেঁপে ও মধুর ফেসপ্যাক ব্যবহার করুন। ৮-১০ কিউব পাকা পেঁপে নিয়ে ম্যাশ করে নিন। এতে ১ চামচ কাঁচা দুধ যোগ করুন এবং ১ চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মসৃণ পেস্টটা ত্বকের উপর লাগান। ১৫-২০ মিনিট ত্বকের উপর এই ফেসপ্যাক লাগিয়ে নিন। এটা শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নেবেন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version