।। প্রথম কলকাতা ।।
শীতকাল এলেই ত্বক রুক্ষ এবং শুষ্ক হতে শুরু করে। এই মরশুমে ত্বকের যত্ন নেওয়া জরুরী হয়ে ওঠে। ত্বকের নানান সমস্যা দেখা দেয় এই সময়। শীতল আবহাওয়ায় ত্বক সুস্থ রাখার জন্য গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। নানান ফেসিয়াল ক্রিম ও ক্লেনজার হিসেবে এটি ব্যবহার করা হয়। গ্লিসারিন অত্যন্ত চ্যাটচাটে হয়, যে কারণে এটি খুব সহজে আদ্রতা ও ধুলো-দূষণগ্রস্ত হয়ে পড়ে। তবে মনে রাখা জরুরি গ্লিসারিন হল প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের উপর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ফেলে না। গ্লিসারিনের মধ্যে ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল থাকে। তাই এটি যে কোন ত্বকের উপর ভালো কাজ করে। তবে অনেকেই প্রশ্ন করেন ত্বককে কোমল রাখতে গেলে কি সরাসরি গ্লিসারিন ব্যবহার করা যায়। সব জানাব আজ আমরা।
রাতে ঘুমানোর আগে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা উচিত। যার ফলে ত্বকের আদ্রতা আটকে রেখে ত্বককে হাইড্রেট করা যায়। আজ আমরা আলোচনা করব গ্লিসারিন লাগানোর সঠিক পদ্ধতি। কিভাবে ত্বক স্বাস্থ্যকর এবং সুন্দর থাকবে তা জানব আপনাদের। সবচেয়ে আগে জেনে রাখুন গ্লিসারিন একটি ভালো মেকআপ রিমুভার হিসেবে কাজ করে। মেকআপ পরিষ্কার করার জন্য রিমুভারের স্থানে এটি ব্যবহার করতে পারেন। কটন বলে গ্লিসারিন লাগিয়ে পুরো মুখে লাগান। চোখ ও ঠোঁটে গ্লিসারিন লাগাবেন না। গ্লিসারিন ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। বাদাম তেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগানো উচিত। টোনার হিসেবে গ্লিসারিন ব্যবহার করা যায়। এর জন্য আধ কাপ গোলাপ জলে কয়েক ফোটা গ্লিসারিন মেশান। তারপর এতে তুলো ভিজিয়ে ত্বক পরিষ্কার করুন।
আপনার যদি তাৎক্ষণিক উজ্জল্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা পাকা কলা চটকে গ্লিসারিন মিশিয়ে নিজের মুখে লাগান। ২৫ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রেখে ধুয়ে নিন। নিয়মিত এই প্যাক মাখলে মুখ উজ্জ্বল হবে।
একটা বোতলের মধ্যে গ্লিসারিন আর গোলাপজল একসঙ্গে মিশিয়ে রেখে দেন। স্নানের পর গা মুছে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সারাদিন আর কোনো চিন্তা থাকে না।
বেসনের মধ্যে হাফ চামচ হলুদ মিশিয়ে নিন। এবার এক চামচ গোলাপ জল হাফ চামচ গ্লিসারিন হাফ চামচ বডি শ্যাম্পু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার প্রথমে নারকেল তেল অল্প করে মুখে মাসাজ করে নিতে হবে।। ব্লাড সার্কুলেশন বাড়ে মুখে ভালো গলো আসে। নারকেল তেল খুব ভালো করে লাগিয়ে এতে বেসনের ফেসপ্যাক লাগিয়ে নিতে হবে। এতে স্কিন ভালো করে পরিষ্কার হয়ে যাবে।
মনে রাখবেন গ্লিসারিন ব্যবহারের আগে অবশ্যই ত্বক ভালো করে পরিষ্কার করে নেবেন। ত্বক পরিষ্কার করার জন্য মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন।
তৈলাক্ত ত্বকের মহিলারাও গ্লিসারিন ব্যবহার করতে পারেন। আর চামচ গ্লিসারিন ও এক চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগাতে পারেন।
অতিরিক্ত শুষ্ক ত্বক হলে এক চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিয়ে ত্বকে লাগান।এতে ত্বক কোমল থাকবে।
ত্বক খুব বেশি নিস্তেজ হয়ে পড়লে গ্লিসারিনের সঙ্গে এলোভেরার মাস্ক লাগাতে পারেন। দুই থেকে তিনটি সতেজ অ্যালোভেরা পাতার জেলের সঙ্গে দু চামচ গ্লিসারিন মিশিয়ে নিজের মুখে লাগানো উচিত। ২০ থেকে ২৫ মিনিট রেখে মুখ পরিষ্কার করে নিন ।
মনে রাখবেন প্রতিদিন গ্লিসারিন ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বক হয় উজ্জ্বল ও কোমল। ত্বক আর্দ্র থাকায় ত্বকে বলি রেখা কম পড়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম