False Eyelashes: নকল আইল্যাশ ব্যবহার করেন? না জেনে চোখের বড় ক্ষতি

।। প্রথম কলকাতা ।।

False Eyelashes: চোখের পাতা একদম ছোট? প্রায়ই আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করেন? কতটা চোখের ক্ষতি হচ্ছে জানেন! চোখের পাতা ঘন কালো হবে আপনার মাত্র ৭ দিনে। এই উপায়ে চোখের পাতা দেখার মতো হবে মাস্কারা লাগানোর আর দরকার হবে না। নকল চোখের পাতা অনেকেই লাগান। কিন্তু জানেন কি এতে চোখের সমস্যা হতে পারে। ঘরোয়া টোটকা মেনেই এবার চোখের পাতা কালো ঘন করুন। সহজ পদ্ধতিটা জেনে নিন।

গ্রিন টি-এ আছে প্রচুর পরিমাণে পলিফেনল চোখের পাতা ঘন করতেও সাহায্য করতে পারে এই গ্রিন টি। গ্রিন টি তৈরি করে নিন। এরপর ঠান্ডা গ্রিন টি কটন বাডের সাহায্যে চোখের পাতায় লাগাতে পারেন। চোখের পাতা ঘন করবে ক্যাস্টর অয়েল চোখের উপরের ও নীচের পাতায় লাগিয়ে ঘুমাতে যান পরের দিন সকালে উঠে চোখ পরিষ্কার করে নিন। এভাবে নিয়মিত করলেই ফল পাবেন।
ভিটামিন ই-এ প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্য়ান্ট রয়েছে। যা চুল এবং ত্বকের জন্য খুব ভালো। তাই ঘন আইল্যাশ পাওয়ার জন্যে এই ভিটামিন ই এক্সট্র্যাক্ট ব্যবহার করতে পারেন আপনি।

নকখ আইল্যাশে চোখ আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে ঠিকই। কিন্তু কয়েকটা বিষয় মাথায় না রাখলে উল্টে বড় ক্ষতি হতে পারে চোখের। এই সতর্কতা মেনে চলুন আইল্যাশ এক্সটেনশন তোলার সময় ভুলেও চাপ দেবেন না। নকল চোখের পাতায় সাইনোঅ্যাক্রিলাইট এক রকমের আঠা থাকে। আপনার চোখ যদি সেনসেটিভ হয় তাহলে চোখে অ্যালার্জি তৈরি করতে পারে। বেশি আঠা ব্যবহার না করাই ভালো। আঠা ভালো করে শুকোতে দিতে হবে। ল্যাশ লাইনের ঠিক উপরে নকল চোখের পাতা লাগাতে হবে। চোখ জ্বালা বা চোখ চুলকালে সতর্ক হন চোখকে কষ্ট দিতে যাবেন না।

কাজল কালো চোখ দেখে সবাই মুগ্ধ হন। মুখের অন্যান্য অংশে মেকআপ না করলেও, চোখে সামান্য কাজল লাগাতে ভোলেন না। এই চোখেরও প্রয়োজন বিশেষ যত্ন।
মাস্কারা ব্যবহার করে আপনি চোখের পাতা ঘন দেখাতে পারেন, এই কথা ঠিক। আইল্যাশ এক্সটেশন হাতের কাঠেই সমাধান। তবে ঘরোয়া উপায়ে করলে চোখের ক্ষতি হওয়ার ভয় থাকবে না। এই সংবাদমাধ্যমে এমনই দাবি করছেন বিশেষজ্ঞরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version