Global Approval Ratings: জনপ্রিয়তায় শীর্ষ নেতা মোদী! পিছনে পড়ে রইলেন বাইডেন, ঋষি সুনাক

।। প্রথম কলকাতা ।।

Global Approval Ratings: জনপ্রিয়তায় সবাইকে ছাপিয়ে গেলেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। পিছনে পড়ে রইল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ বিশ্বের ১৬টি দেশের তাবড় তাবড় প্রবীণ নেতারা। মর্নিং কনসাল্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একটি তালিকা। যে তালিকায় শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর রেটিং প্রায় ৭৮ শতাংশ।

গোটা বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের মধ্যে সব থেকে বেশি রেটিং পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডার। তিনি অনুমোদন পেয়েছেন ৬৮ শতাংশ। এরপর তিন নম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ, যার রেটিং ৫৮ শতাংশ। চার নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মেলোনির রেটিং ৫২ শতাংশ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ৫০ শতাংশ অনুমোদন রেটিং নিয়ে এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন। আশ্চর্যজনকভাবে এই তালিকায় ছয় নম্বরে রয়েছেন ‘সুপার পাওয়ার’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর রেটিং ৪০ শতাংশ। তার পরেই রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম। তাঁর রেটিংও ৪০ শতাংশ। এই তালিকায় দশম স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিশ্ব নেতাদের মধ্যে তাঁর রেটিং ৩০ শতাংশ। একইসঙ্গে এই তালিকায় ১১তম স্থানে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর রেটিং ২৯ শতাংশ। ২০২১ সালের পর প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সেরা ৫ এর মধ্যে দেখা যায়নি বাইডেন এবং ঋষি সুনাককে।

বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এমনটাই বলছে মর্নিং কনসাল্টের সাম্প্রতিক সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী, জনপ্রিয়তার নিরিখে শক্তিশালী ২২ টি দেশের প্রবীণ নেতাদের পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই রেটিং হয়েছিল ২৬শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারির মধ্যে। মর্নিং কনসাল্ট প্রতিদিন প্রায় কুড়ি হাজারেরও বেশি বিশ্বব্যাপী সাক্ষাৎকার পরিচালনা করে থাকে। তারপর সেই সাক্ষাৎকারে প্রাপ্ত উত্তরের ভিত্তিতে বৈশ্বিক নেতাদের সম্পর্কে একটি ডেটা প্রস্তুত করা হয়। আমেরিকায় যার নমুনা প্রায় ৪৫ হাজার। অপরদিকে অন্যান্য দেশের নমুনা ৫০০ থেকে ৫০০০ এর মধ্যে।

গ্লোবাল লিডার অনুমোদন:

সকল প্রাপ্তবয়স্কদের মধ্যে

নরেন্দ্র মোদী: ৭৮%
লোপেজ ওব্রাডর: ৬৮%
আলবানিজ: ৫৮%
মেলোনি: ৫২%
লুলা দা সিলভা: ৫০%
বাইডেন: ৪০%
ট্রুডো: ৪০%
সানচেজ: ৩৬%
স্কোলজ: ৩২%
সুনাক: ৩০%
ম্যাক্রোন: ২৯%
ইউন: ২৩%
কিশিদা: ২১%

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version