India elections 2024: এখন এগিয়ে চলার সময়, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা মোদীর

।। প্রথম কলকাতা ।।

 

India elections 2024: ভোটের ফলাফল প্রকাশের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছিলেন, টানা তিনবার এনডিএর উপর আস্থা রাখল জনতা। দেশের ইতিহাসে অভূতপূর্ন ফল হয়েছে। দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগবে বিজেপি। ভোটে জেতার পর প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘তিনবারের জন্য সরকার তৈরি করতে প্রস্তুত এনডিএ।  ৪০০ আসন তো দূর অস্ত ৩০০ পার করতে পারিনি এনডিএ।  থেমে যেতে হয়েছে আগেই। তা সত্ত্বেও এই ফলাফল কে ঐতিহাসিক রায় বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন আজকের এই জয় দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের জয়।  পাশাপাশি নরেন্দ্র মোদী এদিন তার ধন্যবাদী বার্তাতেও বিরোধীদের কটাক্ষ করেছেন।

 

তিনি বলেন, বিজেপির মোট আসন সংখ্যা টাচ করতে পারেননি বিরোধীদের জোট। ফল প্রকাশের পর দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টারে বরণ করে নেয়া হয় নরেন্দ্র মোদীকে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জয়ের উদযাপন করল পদ্ম শিবির। নরেন্দ্র মোদি বলেন আপনাদের আশীর্বাদ এর জন্য ধন্যবাদ। আজ বড় মঙ্গলের দিন। আজকের এই জয় দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের জয়। ভারতের সংবিধানে অটুট নিষ্ঠার জয় এটি। বিকশিত ভারতের অঙ্গীকারের জয়। সাবকা সাথ সবকা বিকাশের জয়। ১৪০ কোটি ভারতীয়রাই এটি।

 

পাশাপাশি তার অঙ্গীকার আমি সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সঙ্গে সরকার চালাবো। সংবিধান আমাদের পাথেয়। বিকশিত ভারতের জন্য ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এটি। এখন থামার সময় নয় এগিয়ে চলার সময়। এছাড়াও তিনি বলেন উড়িষ্যা সিকিম অরুণাচল প্রদেশে অভূপূর্ব জয় পেয়েছে এনডিএ। এই সমস্ত এলাকায় কংগ্রেস সাফ হয়ে গিয়েছে। লোকসভাতেও সেখানে দুর্দান্ত ফল হয়েছে। এই প্রথমবার মহাপ্রভু জগন্নাথের মাটিতে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। তামিলনাড়ু উত্তরাখনড, হিমাচল, দিল্লিতে ভালো ফল করেছে বিজেপি। বিহারে নীতিস বাবুর নেতৃত্বে ভালো ফল করেছে ইন্ডিয়া।

 

বিজেপি একলা যত আসন জিতেছে বিরোধীরা একজোট হয়ে ততোগুলো আসন জিততে পারেনি। নরেন্দ্র মোদীর কথায় ২০১৩ সাল পর্যন্ত দেশ অন্ধকারে ডুবেছিল।  প্রতিদিন দুর্নীতির খবরে ভরা থাকতে সংবাদপত্র। দেশের যুব প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। সেসময় দেশের মানুষ আমাদের উপর ভরসা করেছিল। এবার তৃতীয়বার আমাদের দেশের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। কখনো দেশের মানুষ আমার মায়ের অভাব অনুভব করতে দেননি দেশের কোটি কোটি মা বোন আমায় নতুন প্রেরণা দিয়েছে।

 

প্রতিরক্ষা থেকে শুরু করে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর না হওয়া পর্যন্ত পরবর্তী ইন্ডিয়ার সরকার নিরন্তন কাজ করে যাবে বলে দিন ঘোষণা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন আরও বেশি কাজ করবেন মানুষের জন্য। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত করার জন্য তিনি নিরন্তর কাজ করবেন বলে জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version