পাতলা হলে সাবান ফেলে দেন! নতুন করে কাজে লাগান এই পদ্ধতিতে, মিলবে বাড়তি গুণমান

।। প্রথম কলকাতা ।।

হাত দিয়ে ভালো করে ধরাও যাচ্ছে না অতএব এবার সাবানের স্থান ডাস্টবিনে কিন্তু এত দাম দিয়ে কেনা সাবানের শেষ অংশটা ফেলার সময় বুকের বাঁ দিকটা কেমন যেন চিনচিন ব্যথা হয়। সাবান পাতলা হয়ে গেলে ফেলে দেন? এখন থেকে আর ফেলবেন না। বরং সেগুলো জমিয়ে রেখে দিন। সেগুলো দিয়েই তৈরি করে ফেলুন নতুন একটা সাবান। সেই সাবানের গুণমান আপনি বাড়াতে পারেন আপনার মনের। এই প্রতিবেদনে জানাবো সেই পদ্ধতি।

ভাবছেন, পাতলা হয়ে যাওয়া সাবানে সঠিক গুণমান মিলবে তো! সে নিয়ে চিন্তার কিছু নেই। কারণ, আপনি প্রয়োজন মতো গুণাগুন এর সঙ্গে যুক্ত করতে পারবেন।এই সাবানে অতিরিক্ত ক্ষার ও কৃত্রিম রাসায়নিক থেকেও অনেকটা মুক্তি পাবেন। তবে আর দেরি কেন ফেলে দেওয়া সাবান দিয়েই তৈরি করে নিন নতুন একটি সাবান।চারপাশের ভেজাল, কৃত্রিম উপাদান, দূষণের বাতাবরণে সময় এসেছে অর্গ্যানিকের হাত ধরার। সেই তালিকায় একদম প্রথম দিকে রয়েছে সাবান। রোজকার সাবানে থাকতেই পারে অতিরিক্ত ক্ষার ও কেমিক্যাল। কিন্তু হাতে সাবান তৈরি করলে তাতে কী থাকছে, তার দিকে নজর রাখা যায়। আবার সাবানের গন্ধ, উপকরণও বাছা যায় নিজের পছন্দ অনুযায়ী। অনেকেই শখেও সাবান তৈরি করেন।

দেখে নেওয়া যাক পুরনো টুকরো থেকে ত্বকে ব্যবহারের সাবান কিভাবে তৈরি করবেন। প্রথমে একটি স্টিলের পাত্রে ৮ থেকে ১০ টুকরা বাতিল সাবান নিন। এবার চুলায় একটি বড় পাত্রে জল গরম করুন। জল ফুটে উঠলে সাবানসহ স্টিলের পাত্রটি তার ওপরে চাপিয়ে দিন। তাপে সাবান গলে গেলে প্লাস্টিকের কাপ বা গ্লাসে ঢেলে দিন।মিশ্রণটির সঙ্গে গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে দিন। এতে সাবানের গুণমান বাড়বে। তা মসৃণও হবে। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে গ্লাস থেকে বের করে নিন নিজের বানানো সাবান। এই পদ্ধতি অনুযায়ী কাপড় ধোয়ার সাবানও বানিয়ে নিতে পারেন। এ ছাড়াও কাপড় ধোয়ার ডিটারজেন্টের বিকল্প হিসেবে সাবান শুকিয়ে গুঁড়া করে শুকিয়ে নিতে পারেন।

গায়ে মাখা সাবানে মেশাতে পারেন নারকেল তেল, অ্যালোভেরা, পছন্দসই সুগন্ধী। প্রাকৃতিক উপাদানে তৈরি যেকোনো কিছুর চাহিদা একটু বেশিই। সেগুলো যদি হয় হাতে তৈরি, তবে আগ্রহের মাত্রা বেড়ে যায়। এভাবে হাতে তৈরি সাবানের উপকারিতাও কম নয়। শুধু নিজের জন্যই নয়, সাবান তৈরি করতে পারেন প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও। আবার অনুষ্ঠানে রিটার্ন গিফট হিসেবেও হাতে তৈরি সাবান খুব ভাল। এতে যেমন নিজস্ব ছোঁয়া থাকে, জিনিসটাও হয় খাঁটি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version