ইন্ডিয়ান আর্মিতে এ কোন আজব প্রাণী! LOC তে ঘাপটি মেরে থাকবে খতরনাক পাহাড়াদার

।। প্রথম কলকাতা ।।

শত্রুর কাল, ইন্ডিয়ান আর্মিতে এ কোন আজব প্রাণী? থরথর করে কাঁপছে চীন পাকিস্তান। লুকিয়ে থাকা শত্রু, জঙ্গিদের গোপন ডেরার খবর দেবে চার পায়ের মিউল, দেশজুড়ে তোলপাড়! মানবে না পাহাড়-বরফ-জল। কী আছে এদের শরীরে? LOC তে খতরনাক পাহারাদার। দেখুন Make In India র বড় চমক। এবার ইন্ডিয়ান আর্মির হাত শক্ত করবে এআই পাওয়ার্ড রোবোটিক মিউল। জম্মু আইআইটিতে এই আজব প্রাণীর ডিসপ্লের পর রীতিমতো হুলস্থূল দেশজুড়ে। মিউল, মাল্টি ইউটিলিটি লেগড্ রোবট। কঠিন অপারেশনে ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করবে এই খতরনাক মিউল।

এই রোবোটিক খচ্চর লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে বের করবে, জঙ্গিদের গোপন ঘাঁটির খবর দেবে। টার্গেট খুঁজে হিট করতে পারবে। এতে রয়েছে এমন একটা ফায়ারিং স্টেশন যা খুঁজে বের করে শত্রুকে খতম করতে পারবে। লুকোনো অস্ত্র খুঁজে বের করতে এক্সপার্ট মিউল। কোথাও বোমা বা মাইন পোঁতা থাকলে তার সন্ধান ও দিতে পারবে। ৩০ মিনিট থাকতে পারবে জলের তলায়। জল-বরফ-পাহাড়েও কামাল করবে এই ৪ পা’ওয়ালা রোবোট। যেকোনো বিপদও এড়িয়ে চলতে পারে, মিউল ১২ ঘন্টা স্ট্যান্ডবাই পজিশনে থাকতে পারবে। ৭ ঘন্টা চলতে পারবে, দৌঁড়তে পারবে টানা ৩ ঘন্টা। আবার অপারেশনের সময় কোনও ইন্ডিয়ান আর্মি জখম হলে বা কোথাও আটকে পড়লে উদ্ধারও করতে পারবে। ১৬ কিলোগ্রাম লোড বহন করার ক্ষমতা আছে এই রোবটের। তাছাড়া একাধিক পেলট এতে অ্যাটাচ করা যাবে যেমন থার্মাল ক্যামেরা, রাডার ইত্যাদি। এমনকি, কোনওভাবে খারাপ হয়ে গেলে নিজে নিজেই ঠিক হয়ে যাওয়ার ক্ষমতা রাখে মিউল।

এর বাইরেও এই এআই পাওয়ার্ড মিউলের একটা বড় ভূমিকা রয়েছে। চীন এবং পাকিস্তান সীমান্ত বরাবর হিমালয়ের পাহাড়ী দুর্গম ঘাঁটিগুলোতে এখনও কোনও যানবাহন যেতে পরে না। এখনও পর্যন্ত ওই ঘাঁটিগুলোতে রেশন, গোলাবারুদ, অন্যান্য সরবরাহ পরিবহনের জন্য অপরিহার্য খচ্চর। খচ্চরের পিঠে চাপিয়েই প্রয়োজনীয় মালপত্র নিয়ে যাওয়া হয় ওই কঠিন জায়গাগুলোতে ফলে, চীন ও পাকিস্তানের সীমান্ত বরাবর হিমালয় পর্বতে ইন্ডিয়ান আর্মির দৈনন্দিন কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খচ্চর। কিন্তু ২০৩০ সালের মধ্যে, বাহিনীতে খচ্চরের সংখ্যা অন্ততপক্ষে ৬০ শতাংশ কমাতে চায় ভারতীয় সেনা। যার জায়গা নেবে রোবট। এই চার পায়ের মিউলকে এরপর মালপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগানো যাবে।

পাহাড়ি এলাকায় দশ হাজার ফুট উচ্চতা অবধি সেনার রসদ নিয়ে যেতে পারবে মিউল। এই রোবটের নামেই প্রাণল শোকাচ্ছে চীন পাকিস্তানের। কারণ, চীন-পাকিস্তান সীমান্তের দ্বৈত হুমকির মুখে যতটা সম্ভব আধুনিক অস্ত্রসস্ত্রে সাজিয়ে তোলা হচ্ছে ইন্ডিয়ান আর্মিকে। আর এরই পার্ট হিসেবে রোবোটিক খচ্চর ইন্ডিয়ান আর্মি জয়েন করবে। জানা গিয়েছে, সব মিলিয়ে আধুনিকীকরণের জন্য ৪৮টি জেটপ্যাক স্যুট, ১৩০টি ড্রোন এবং ১০০টি রোবোটিক খচ্চর কেনার ডিসিশন নিয়েছে ইন্ডিয়ান আর্মি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version