ভারতের অস্ত্র বাণিজ্যে লুকিয়ে এই ফর্মুলা! রাশিয়া-আমেরিকাও ফেইল ? মন্ত্র মেড ইন ইন্ডিয়া

।। প্রথম কলকাতা ।।

একের পর এক অস্ত্রের বাজার ধরছে ভারত। কোন কোন সুপার উইপনে আমেরিকাকেও টক্কর? ডিফেন্স এক্সপোর্টে কাজ করছে মোদী ম্যাজিক। ভারত গোটা বিশ্বকে এই ফর্মুলাতে মুগ্ধ করছে। আশার আলো দেখাচ্ছে “মেড ইন ইন্ডিয়া”। কোন কোন পিলারে ভর করে অস্ত্র বাণিজ্যে তাক লাগাচ্ছে দেশটা? ভারতের অস্ত্র রফতানি সর্বকালের সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে। দেশের প্রতিরক্ষা খাতের রফতানি ২৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত ১৬,০০০ কোটি টাকার অস্ত্র রফতানি করছে। টার্গেট সেট হয়ে গেছে। এক প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলা। টার্গেট দুই অস্ত্র আমদানিকারক দেশ থেকে প্রতিরক্ষা রফতানিকারক প্ল্যাটফর্মে পরিনত হওয়া।

জানলে অবাক হবেন, এখন ভারত ডর্নিয়ার-২২৮ এর মতো বিমান, আর্টিলারি বন্দুক, ব্রহ্মোস মিসাইল, মাইন প্রোটেক্টেড ভেহিকেল, ব্যাটেল ট্যাঙ্ক, পিনাকা রকেট, লঞ্চার, রাডার, সিমুলেটর, গোলাবারুদ, থার্মাল ইমেজার এবং যুদ্ধের জন্য তৈরি যানবাহন রফতানি করছে। ভারতে উৎপাদিত অস্ত্র ৮৫ রও বেশি দেশে রফতানি করা হয়েছে। গোটা বিশ্বে ভারতীয় অস্ত্রের বাজার তৈরি হচ্ছে। প্ল্যান ছকে ফেলেছে দেশটা। প্রতিরক্ষা খাতে দেশের রফতানি বৃদ্ধি করতে একের পর এক পদক্ষেপ করছে ভারত সরকার। যেমন রফতানির পদ্ধতি আরও সরল করা হয়েছে। অস্ত্র শিল্প বান্ধব পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। অনলাইন রফতানির অনুমোদন, দেরী কমানো এবং ‘ইজ অফ ডুইং বিজনেস’ সব কিছুর উপর বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে।

বিশেষঞ্জদের এক অংশের মতে আত্মনির্ভর ভারতের আওতায় ভারতীয়-আইডিডিএম এর মতো ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে দেশে অস্ত্র উৎপাদনে বিশেষ উৎসাহ দেওয়া হচ্ছে। যা আমদানির উপর ভারতের নির্ভরতা কমাচ্ছে আর ভারতের উৎপাদন দক্ষতাকে শক্তিশালী করছে। অস্ত্র রফতানিতে কতটা এগিয়েছে ভারত? ২০১৩-১৪ অর্থবছরে দেশ ৬৮৬ কোটি টাকার অস্ত্র রফতানি করেছিল। আর ২০২২-২৩ অর্থবছরে ১৫,৯২০ কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানি করেছে ভারত ২০১৬-১৭ অর্থ বছরের তুলনায় ভারতের অস্ত্র রপ্তানি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে তফাৎটা বুঝুন। ২০২০ সালে মোদি সরকার পাঁচ বছরে অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সোয়া লাখ কোটি টাকা। সেখানে ভারতীয় অস্ত্র যেভাবে বিশ্বের ছড়িয়ে পড়ছে, যেভাবে দেশের অস্ত্ররপ্তানি বাড়ছে তাতে ২০২৫ সাল নাগাদ শুধুমাত্র মহাকাশ খাতেই এই রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এইভাবেই অস্ত্ররপ্তানিতে অতীতের সব রেকর্ড ভেঙে আমেরিকার সঙ্গে টক্কর দিচ্ছে ভারত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version