Narendra Modi: ‘ভারতেও ফিফার মত ফুটবল ইভেন্ট হবে’, মেঘালয় থেকে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

।। প্রথম কলকাতা।।

Narendra Modi: রবিবার মেঘালয়ে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । তিনি ভারতে ফিফা বিশ্বকাপের মতো আসর বসানোর আশ্বাস দিয়েছেন। ‘Business Today’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোদী (Narendra Modi) বলেছেন, ‘আজ কাতারে ফাইনাল খেলছে বিদেশী দলগুলি। তা নিয়ে দেশে উন্মাদনা তুঙ্গে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, সেই দিন আর দূরে নেই যখন আমাদের যুবরাও এই খেলায় সুযোগ পাবে এবং ভারতে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) মতো একটি আসর বসবে। তেরঙ্গার জন্য আমরাও উল্লাস করব’।

বছর ঘুরলেই ভোট উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। আর তার আগে মোদীর সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষক মহল। তাঁর সঙ্গে সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগেই ট্যুইটারে উত্তর-পূর্বের উন্নয়নের দিকে তাকিয়ে তিনি এই সফর করছেন বলে জানান। এদিন সমাবেশে বিশ্বকাপ নিয়ে সকলকে আশ্বাসের বার্তা দিয়েছেন নমো। এই মর্মে ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইটও করা হয়েছে। মেঘালয়ে থাকাকালীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন মোদী। জনতার উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ‘এটি কাকতালীয় যে যখন ফুটবল বিশ্বকাপের ফাইনাল হচ্ছে, তখন আমি ফুটবল মাঠ থেকে উন্নয়নমূলক কাজের সূচনা করছি’। এখনও পর্যন্ত কবে ফুটবল বিশ্বকাপে ভারত খেলবে? তা নিয়ে শঙ্কা রয়েছে। কিন্তু আশা রয়েছে মোদীর।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব রাজ্যের এই সফরে ৬৮০০ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করেছেন মোদী। তিনি বলেছেন, ‘উত্তর-পূর্ব ৯০ টি প্রকল্পের সঙ্গে বহুমুখী হল, ফুটবল মাঠ, অ্যাথলেট ট্রাক উপহার পাচ্ছে‌। ক্রীড়া ক্ষেত্রে নতুন পদ্ধতির সঙ্গে এগিয়ে যাচ্ছি আমরা’। ২৪৫০ কোটি টাকা ব্যয় হবে মেঘালয়ের প্রজেক্টে। মোদীর হাত ধরে এদিন ৬টি সড়ক প্রকল্পের উদ্বোধন সহ আবাস যোজনা সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন হয়েছে। সেইসঙ্গে ত্রিপুরার উন্নয়নের জন্য ধার্য করা হয়েছে ৪৩৫০ কোটি টাকা। এইসবের মাঝে নমো আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ভারতও খুব শীঘ্রই ফুটবল বিশ্বকাপ খেলবে। আজ ফাইনাল খেলবে আর্জেন্টিনা (Argentina) ও ফ্রান্স (France)। সকলের নজর রয়েছে সেদিকেই। উত্তেজনা তুঙ্গে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই জানা যাবে, ট্রফি উঠছে কার হাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version