।। প্রথম কলকাতা ।।
New Year Travel List: নতুন বছর মানেই নতুন নতুন কত পরিকল্পনা । কেউ পুরনো বছরের খারাপ অভ্যাসকে সেখানেই ফেলে রেখে আসতে চান। আবার কেউ নিজের কিছু ভালো অভ্যাস নিয়ে নতুন বছরে পা রাখতে চান। কেউ আবার কাজে মনোযোগ দেওয়ার শপথ নিয়ে থাকেন। আবার কেউ কেউ রেজোলিউশন (Resolution) বানান সুন্দর সুন্দর কিছু জায়গায় এক্সপ্লোর করার। আপনিও যদি ২০২৩ সালে নতুন জায়গা খোঁজার মতো প্ল্যান করে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এখানে এমন কিছু সুন্দর জায়গার তথ্য দেওয়া হল যা মন ছুঁয়ে যাবে ভ্রমণ প্রেমীদের।
* হাভানা (Havana) : এই নামটা শুনলেই কি চুরুটের কথা মনে পড়ে ? এছাড়াও কিন্তু কিউবার রাজধানী হাভানাতে রয়েছে আরও অনেক কিছু যা দেখার মত। এদেশের বিপ্লব নিয়ে গোটা বিশ্ববাসীর বহু গল্প শুনেছে। কিন্তু তাঁরা হয়তো এটা জানেন না যে হাভানার নাইট লাইফ আপনাকে অন্য জগতে নিয়ে যেতে পারে। এই শহর ঠিক ছবির মত সুন্দর। এখানে স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্য থেকে শুরু করে পর্যটকদের আকর্ষণ ধরে রাখার জন্য আরও বিভিন্ন জিনিস রয়েছে। অর্থাৎ এই শহরে যদি আপনি ছুটি কাটাতে আসেন তাহলে আপনার ছুটি সার্থক বলাই যায়।
* ব্রুজস (Bruges) : বলিউডের বহু ছবির শুটিং এর জন্য এই জায়গাটিকে পরিচালক এবং প্রযোজকরা বেছে নেন। বিশেষ করে রোমান্টিক কোন সিন শ্যুট করার জন্য। কারণ বেলজিয়ামের ব্রুজস শহরটি সত্যিই বেশ রোমান্টিক। তাই আপনার কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় দেশের বাইরে, চেনা কোলাহলের বাইরে কাটাতে চাইলে এই সুন্দর শহরটি অপেক্ষা করছে বেলজিয়ামের বুকে।
* কেপটাউন (Cape Town) : দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরকে বিশ্বের সুন্দর শহরগুলির মধ্যেই রাখেন অনেকে। বরং বলা ভালো আফ্রিকার সবচেয়ে সুন্দর শহর হিসেবে নাম উঠে আসে কেপটাউনের । এখানে রয়েছে বিরাট বড় বড় অভিজাত সব বিল্ডিং। দেখার মধ্যে আলফ্রেড ওয়াটারফ্রন্ট, ক্লিফটন এবং ক্যাম্পাস বে বিচ ,টেবিল মাউন্টেন, আইল্যান্ড সহ আরও কত কী! তাই নতুন বছরে কোথাও ঘুরতে যাবার প্ল্যান থাকলে সেই জায়গাটাকে কেপটাউন হতেই পারে।
* বুদাপেস্ট (Budapest) : ইউরোপ ঘোরার ইচ্ছে আছে ? তাহলে ইউরোপের অন্যতম সুন্দর নগরীর বুদাপেস্ট একবার ঘুরে আসতে পারেন । বিশ্বের সুন্দর সুন্দর শহরগুলির মধ্যে সগৌরবে নিজের নাম লেখাতে পেরেছে এই বুদাপেস্ট । এই শহরের মাঝখান দিয়ে আপনি বইতে দেখবেন দানিয়ুব নদীকে। এখানেই রয়েছে মিলেনিয়াম পাতাল রেলপথ। যা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম পাতাল রেলপথ বলে উল্লেখ করা হয়। এছাড়াও এই শহরের ঐতিহাসিক স্থান গুলি আপনাকে বেশ আনন্দই দেবে।
* আমস্টারডাম (Amsterdam) : নেদারল্যান্ডের রাজধানী হল আমস্টারডাম। এই শহরে ঠিক কী নেই এই প্রশ্নের উত্তর দেওয়া খানিকটা মুশকিল। কারণ সোজা কথায় বলতে গেলে স্বর্গপুরী খোদ নেমে এসেছে এই আমস্টারডামে। এখানের খাল গুলিতে নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে রাস্তায় আপনি চাইলে এই সাইকেল চালাতে পারবেন। একবার ঘুরে আসতে পারেন এখানকার ভীষণ বিখ্যাত ফুলের বাজার। আসলে কিন্তু সেটি ভাসমান। এছাড়াও রাতের বেলায় এই শহরকে দেখার সৌভাগ্য খুব কম পর্যটকেরই হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম