New Year Celebrations: আঙুর স্পেনীয়দের সৌভাগ্য বয়ে আনে! বিশ্বজুড়ে নববর্ষ পালনের কী রীতি রয়েছে?

।। প্রথম কলকাতা ।।

New Year Celebrations: নববর্ষের দিনটি প্রত্যেক মানুষের জন্য স্পেশাল। সেটা বাংলা নববর্ষ হোক কিংবা ইংরেজি, মানুষের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। এবারে নতুন বছর (New Year) শুরু হচ্ছে ছুটির দিন দিয়ে। তাই মানুষের মধ্যে উত্তেজনা আরও বেশি। বিশ্বের নানা জায়গায় এই নতুন বছরকে গ্র্যান্ডভাবে ওয়েলকাম করা হয়। যে দেশে যেমন রীতি, সে দেশে তেমনভাবে স্বাগত জানানো হয় নববর্ষকে। বিভিন্ন জায়গার রয়েছে বিভিন্ন ঐতিহ্য। যেমন-

যুক্তরাষ্ট্র (United States)-

প্রত্যেক বছর হাজার হাজার মানুষ নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারে জড়ো হয় গ্লিটার বল মাটিতে পড়া দেখার জন্য। প্রত্যেক বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর মধ্যরাতে সেখানে এইভাবে নিউ ইয়ার সেলিব্রেট হয়ে থাকে। ‘MONEYCONTROL NEWS’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটা সেখানকার প্রথা। যা ১৯০৭ সাল থেকে শুরু হয়েছে।

গ্রীস (Greece)-

গ্রীকরা তাঁদের দরজায় পেঁয়াজ ঝুলিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। পেঁয়াজ বৃদ্ধি, পুনর্জন্ম এবং উর্বরতার প্রতীক। তাই আপনি যদি নববর্ষের দিনে গ্রীসে থাকেন, তবে দরজায় বুনো পেঁয়াজ ঝুলতে দেখলে অবাক হবেন না।

স্পেন (Spain)-

প্রায় সব উৎসবেই খাদ্য একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। যেমন- গ্রীকরা পেঁয়াজ পছন্দ করে, তেমন স্পানিয়ার্ডরা ১২টি আঙুর খেয়ে নতুন বছর শুরু করে। রিপোর্ট অনুযায়ী, তাঁদের বিশ্বাস এটি আসন্ন বছরে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। এই আচারটি ১৯ শতক থেকে চলে আসছে।

ডেনমার্ক (Denmark)-

এখানকার মানুষরা নতুন বছর উদযাপন করে একেবারে অন্যরকমভাবে। ফোবর্সের মতে, ডেনমার্কের লোকেরা মধ্যরাতে আসবাবপত্র থেকে লাফ দিয়ে আক্ষরিক অর্থে একটি নতুন বছরে লাফ দেয়। প্রতিবেদন অনুযায়ী, এটি একটি প্রথা। যাকে তাঁরা তাঁদের ভাষায় “hoppe ind i det nye år” বলে। সেইসঙ্গে আরেকটি ডেনিশ প্রথা হল বাজে আত্মাদের তাড়ানোর জন্য কাটলারি ভাঙা।

মেক্সিকো (Mexico)-

মেক্সিকোতে নববর্ষের আগের দিনটি একটি বড় উপলক্ষ এবং রীতিনীতি মেনে পালন করা হয়। স্পেনের মতো মেক্সিকোতেও আঙুর খাওয়ার রীতি রয়েছে। সেইসঙ্গে অন্যান্য আচার-অনুষ্ঠানের মধ্যে রয়েছে বন্ধু-বান্ধব এবং পরিবারকে বাড়িতে তৈরি তামালে উপহার দেওয়া। পাশাপাশি পুরনো জিনিস পরিষ্কার করার জন্য মধ্যরাতে দরজা খুলে রাখা এবং সমৃদ্ধি ও সাফল্যের জন্য লাল অন্তর্বাস পরার রীতি রয়েছে।

ফিলিপাইন (Philippines)-

এখানে নববর্ষের দিনে ফিলিপিনোরা বিশ্বাস করে যে, পোলকা ডটের পোশাক পরা উচিত। সেইসঙ্গে ফিলিপাইনের লোকেরা রাতের খাবারের টেবিলে গোল ফল রাখার বিষয়টিও মাথায় রাখে।

এক কথায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহ্য রয়েছে নববর্ষের। আর সমস্তটাই বিশ্বাসের থেকে। ঠিক যেমন বলা হয়, বিশ্বাসে মিলায়ে বস্তু। সেরকমই যেভাবে হয়ে আসছে, সেভাবে এক একটি জায়গায় নববর্ষ পালিত হয়ে থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version