।। প্রথম কলকাতা ।।
New Year 2023: ২০২২ কে পিছনে ফেলে দিয়ে শুরু হল ২০২৩ এর নতুন পথচলা। নতুন বছরকে (New Year) ঘিরে রয়েছে এক রাশ নতুন স্বপ্ন। কিন্তু নতুন বছর কেমন কাটবে? মানুষের ভালো থাকা কিংবা খারাপ থাকার সঙ্গে কোথাও গিয়ে জড়িয়ে রয়েছে আর্থিক সংস্থান। অর্থ উপার্জনের মূল মন্ত্র পরিশ্রম। প্রচলিত বিশ্বাস এবং ধ্যান-ধারণা অনুযায়ী, নতুন বছরের শুরুটা শুভ কাজের মাধ্যমে হলে খুব ভালো। এমন কিছু জিনিস রয়েছে যেগুলিকে মঙ্গলের প্রতীক বলে মনে করা হয়। কথিত আছে, এই জিনিসগুলি বাড়িতে রাখলে আর্থিক সংকট দূর হয়। নতুন বছরের প্রথম দিনে এই জিনিসগুলি বাড়িতে কিনে আনতে পারেন। এছাড়াও সারা বছর সংসারে আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে করতে পারেন জিরের বিশেষ টোটকা।
১/৬ তুলসী গাছ
সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, যে বাড়িতে তুলসীর একটি সবুজ গাছ থাকে সেখানে কখনোই কোন কিছুর অভাব হয় না। সেই সংসার অর্থ এবং শস্যে ভরপুর থাকে। এমন পরিস্থিতিতে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে কিংবা শুকিয়ে যায়, তাহলে অবশ্যই নতুন বছরে তুলসী গাছ নিয়ে আসুন।
২/৬ ময়ূর পালক
ভগবান শ্রী কৃষ্ণের ময়ূর পালক খুব প্রিয়। যদি বাড়িতে নতুন বছরে ময়ূর পালক আনেন, তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। জীবনে সুখ এবং সমৃদ্ধি পেতে ময়ূরের পালক আনতে পারেন।
৩/৬ লাফিং বুদ্ধের মূর্তি
নতুন বছর উপলক্ষে আপনি অবশ্যই বাড়িতে আনুন একটি লাফিং বুদ্ধের মূর্তি। এই মূর্তিটি আপনি রেখে দিন ঘরের উত্তর-পূর্ব দিকে। মনে করা হয়, এই মূর্তি বাড়িতে থাকলে কখনোই অর্থের অভাব হয় না।
৪/৬ ধাতব কচ্ছপ
নতুন বছরে আপনি বাড়িতে ধাতব কচ্ছপ আনতে পারেন। সেক্ষেত্রে রূপো, পিতল কিংবা ব্রোঞ্জ ধাতুর কচ্ছপ রাখলে শুভ হয়। এই মুহূর্তে যদি ঘরের উত্তর দিকে রাখেন, তাহলে ইতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়।
৫/৬ রূপোর হাতির মূর্তি
নতুন বছরে বাড়িতে আনতে পারেন একটি ছোট্ট রূপোর হাতির মূর্তি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রূপালি হাতির অলৌকিক প্রভাব রয়েছে। এটি রাখলে রাহু-কেতুর অশুভ প্রভাবের অবসান হয় এবং ব্যবসা ও চাকরিতে উন্নতি ঘটে।
৬/৬ জিরের টোটকা
বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যে জাতকের জীবনে রাহু ও কেতুর খুব খারাপ দশা চলছে, তারা শনিবার জিরে দান করলে শুভ ফল লাভ করেন। জিরে নাকি রাহু ও কেতুর সাথে সম্পর্কযুক্ত। এই রাহু-কেতু দুর্বল হলেই ব্যক্তির জীবনে দেখা দেয় নানান সমস্যা। বছরের প্রথম দিন জিরে দান করতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম