Powerful Women’s in World: প্রভাবশালী মহিলাদের তালিকায় ৪ ভারতীয়, রয়েছেন শেখ হাসিনাও

।। প্রথম কলকাতা ।।

Powerful Women’s in World: বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় ৪ ভারতীয়। ফোর্বসের তালিকায় ৩২ নম্বরে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইনি ২০১৯ সালে সর্বপ্রথম ভারতে পূর্ণ সময়ের নারী অর্থমন্ত্রী হন। পাশাপাশি রয়েছেন এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নদর মালহোত্রা, স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন সোমা মণ্ডল ও বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ। তালিকায় এনাদের স্থান যথাক্রমে ৬০, ৭০ এবং ৭৬।

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও তিনি বহুবার এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০২৩ সালের প্রকাশিত তালিকায় তিনি রয়েছেন ৪৬ তম স্থানে। শেখ হাসিনা সম্পর্কে ফোর্বসের প্রতিবেদন বলছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে থাকা নারী সরকার প্রধান। বর্তমানে তিনি চতুর্থবারের জন্য রয়েছেন বাংলাদেশের মসনদে। পরপর তিনবার ক্ষমতায় থাকার পর চতুর্থ বারের জন্য জয়ী হয়েছেন। সম্প্রতি পঞ্চম বারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে, তাহলে ফোর্বসের তালিকায় একদম এক নম্বরে কে জায়গা করে নিলেন? সেখানে রয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ। তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

প্রতিবছর ফোর্সের তরফ থেকে ১০০ জন নারীর তালিকা প্রকাশ করা হয়। গোটা বিশ্ব থেকে সেই সব নারীরা স্থান পান, যারা রাজনীতির ব্যবসা-বাণিজ্য নেতৃত্ব থেকে শুরু করে গণমাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রাজনীতির ক্ষেত্রে গুরুত্ব পায় জিডিপি জনসংখ্যার বিষয়। কর্পোরেট নেতাদের ক্ষেত্রে গুরুত্ব পায় আয় এবং কর্মীদের বিবেচনা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version