Mobile Use in Toilet: টয়লেটে মোবাইল ফোন ব্যবহার, ডাকছেন চরম বিপদ! গবেষণায় চাঞ্চল্যকর দাবি

।। প্রথম কলকাতা ।।

Mobile Use in Toilet: টয়লেটে মোবাইল আপনার নিত্য সঙ্গী! অনায়াসে কথা বলতে বলতে টয়লেটে ফোন নিয়ে ঢুকে যাচ্ছেন। কমোডে বসে পড়ছেন ম্যাগাজিন নিয়ে। এই অভ্যাসে চরম বিপদ ডাকছেন না তো? আপনার অজান্তেই চুপিসাড়ে শরীরে বাসা বাঁধতে পারে মারণ রোগ। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। টয়লেটের জীবাণু চলে আসবে ঘরের মধ্যে। খাবার টেবিলে। আপনি তাদের চোখে দেখতে পাচ্ছেন না। যতই ঝাঁ চকচকে হোক না কেন টয়লেট কিন্তু জীবাণুর আঁতুড় ঘর। আর এখানেই করছেন মস্ত বড় ভুল। এই অভ্যাসের খারাপ প্রভাব সম্পর্কে কী বলছেন বিশেষজ্ঞরা?

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, বহু মোবাইল ফোনের কভার রাবারের হয়। যেখানে খুব সহজেই বাসা বাঁধে ক্ষতিকারক ভাইরাস। যা থাকে বাথরুমের কল, দরজার লক, ফ্লাশ সহ বিভিন্ন জায়গায়। এগুলি ব্যবহারের পর আপনি মোবাইল স্ক্রিনে হাত দেন, আর সেখান থেকেই জন্ম নেয় সালমোনেল্লা, ই.কোলাই, সিগেল্লা, ক্যামপাইলোব্যাকটর এর মতো ভয়ানক ক্ষতিকারক ব্যাকটেরিয়া। মোবাইলের স্কিনে অতি সহজেই জন্ম নেয় গ্যাসট্রো কিংবা স্ট্যাপের মতো ক্ষতিকারক ভাইরাস। মোবাইল স্ক্রিনে থাকা ব্যাকটেরিয়া অনায়াসে আপনার নাক মুখ গান চোখে প্রবেশ করতে পারে। ভুলেও যদি টয়লেটের মধ্যে কোথাও ফোন রেখে দেন তাহলে ব্যাকটেরিয়া সংক্রমণের পরিমাণ আরো বেড়ে যায়। মোবাইল স্ক্রিনে থাকা ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করতে বেশি সময় নেবে না। একই ক্ষতি হতে পারে যদি টয়লেটে গিয়ে ম্যাগাজিন পড়েন। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, টয়লেট সিটের থেকেও দশ গুণ বেশি জীবাণু থাকে মোবাইল ফোনে। আপনি বাথরুম থেকে বেরিয়ে হাত ধুয়ে ফেলেন কিন্তু ভুলে যান স্মার্টফোনটা পরিষ্কার করতে। যা সংক্রমণের অন্যতম কারণ। এছাড়াও ২০১৬ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, আমেরিকার ৩৫ শতাংশ মানুষ এবং অস্ট্রেলিয়ার ৪১ শতাংশ মানুষ টয়লেটে ফোন ব্যবহার করেন, সেই তালিকায় ভারতীয়রাও রয়েছে। এই বাজে অভ্যাসে হতে পারে টাইফয়েড সহ স্নায়ুর রোগ। মোবাইলে অন থাকলে এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলে তাপমাত্রা একটু বেশি থাকে। এই তাপ ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বেশ সহায়ক।

টয়লেট থেকে বেরিয়ে হাত তো ধুচ্ছেন, কিন্তু মোবাইল পরিষ্কার করছেন কি? অনায়াসে সেই মোবাইল রেখে দিচ্ছেন খাবার টেবিলে কিংবা বিছানায়। একটু মিলিয়ে নিন, আপনি এমনটা করেন কিনা। যদি করে থাকেন তাহলে এখন এই অভ্যাস ত্যাগ করুন। বুঝতেই তো পারছেন, বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া মানে সঙ্গে করে জীবাণু ঘুরে নিয়ে বেড়ানো। যদি একান্ত নিয়ে যেতেই হয় তাহলে মোবাইল রোজ স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিন। সময় বড্ড দামি, কিন্তু একটু সময় বাঁচাতে গিয়ে বিপদে নাই বা পড়লেন। যতই মূল্যবান কথা বা কাজ থাকুক না কেন বাথরুমের মধ্যে ফোন ব্যবহার একটু এড়িয়ে চলুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version