।। প্রথম কলকাতা ।।
Weather Update Today:বাঙালি ইতিমধ্যেই সাক্ষী থেকেছে অকাল বৃষ্টির। আর এই অসময়ের বৃষ্টি উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। বর্ষণ শেষে হঠাৎ করেই পারদ পতন, শীতের আগমন বার্তা দিয়েছে। তাতে বেজায় খুশিতে ডগমগ বঙ্গবাসী। হু হু করে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে কলকাতাতেও৷ এক ধাক্কায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে চলে গেল আজ সকালের তাপমাত্রা । সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই একেবারে পরিষ্কার হয়ে যাবে আকাশ। অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতাতেও শুরু ঠান্ডার স্পেল। আপাতত আর বৃষ্টিরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পারদ আরও দ্রুত নামবে। গত সপ্তাহে বৃষ্টি, আর্দ্রতার জন্য মাঝে বাধাগ্রস্ত হয়েছিল শীতের আমেজ । কিন্তু মেঘ কাটতেই দ্রুত উত্তর-পশ্চিম হাওয়া প্রবেশ করতে শুরু করেছে।
উল্লেখ্য, জাঁকিয়ে শীতের দেখা এখনও মেলেনি বাংলায়।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় তিন দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৌঁছে গেলেও, এই শীত না আসায় মুখ বেজার করে বসেছিল বঙ্গবাসী। অবশেষে তাদের মুখে ফুটেছে হাসি। অবশেষে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে উঠেছে রোদ। তাতেই পারদ নামতে শুরু করেছে।
অন্যদিকে, এমনিতেই শীত বেশি থাকে পশ্চিমের জেলাগুলিতে । মনে করা হচ্ছে সেখানে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকবে। পাশাপাশি সপ্তাহের প্রথম কর্মদিবসেই দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি বা তুষারপাত পেতে পারে। অর্থাৎ বৃষ্টি বা তুষারপাত হতে পারে কয়েকটি জেলায় । তাছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে বাকি ছ’টি জেলার। বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম