Dengue Guideline: ডেঙ্গির হটস্পট হয়ে উঠেছে রাজ্য! বিশেষ গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

।। প্রথম কলকাতা ।।

Dengue Guideline: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ডেঙ্গি আক্রান্ত কোনো না কোনো রোগীর মৃত্যুর খবর সামনে আসছে। এছাড়াও প্রতিদিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি রাজ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। যা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে স্বাস্থ্য মহল। তাই এবার ডেঙ্গি নিয়ন্ত্রণে আনার জন্য আরও বেশ কিছু বিধি নিয়ম বেঁধে দিল রাজ্য স্বাস্থ্য দফতর। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে গাইডলাইন। ১৪ দফার এই গাইডলাইন কতটা কার্যকরী হবে তাই পরবর্তীতে দেখার বিষয়।

কী কী নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনে ?

১. রাজ্যের বিভিন্ন জায়গায় যে ফিভার ক্লিনিকগুলি রয়েছে সেগুলিকে পুরো দমে চালু রাখতে হবে। এছাড়াও একটি রেজিস্ট্রার তৈরি করতে হবে যেখানে ডেঙ্গি আক্রান্ত রোগীদের সম্পর্কে তথ্য রাখা এবং তাদের ট্র্যাক করা সম্ভব হবে।

২. যেকোনো ব্যক্তির ডেঙ্গি পরীক্ষা করা হলে রিপোর্ট যাতে সেই দিনই পাওয়া যায় এই ব্যবস্থা করতে হবে।

৩. ডেঙ্গি আক্রান্ত রোগীদের জন্য প্রত্যেকটি হাসপাতালে ২৪ ঘন্টার ল্যাব পরিষেবা চালু থাকবে।

৪. নিয়ম মেনে প্রতিদিন হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিচ্ছন্নতাই এডিস মশার আঁতুর ঘর তৈরি করছে । কাজেই নিয়ম করে হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার বিষয়টিতে বেশি জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর।

৫. ডেঙ্গি আক্রান্ত রোগীদের দেখাশোনার জন্য যে সকল নার্সিং স্টাফেরা রয়েছেন তাদের কাজের সমস্ত সুবিধা ও অসুবিধা সম্পর্কে সজাগ থাকতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

৬. ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্লেটলেট এবং অন্যান্য রক্তের পরিষেবা একেবারে ত্রুটিহীন রাখতে হবে।

৭. প্রত্যেকটি হাসপাতালকে সজাগ থাকতে হবে যাতে প্রোটোকল মেনে ডেঙ্গি রোগীর চিকিৎসা হয়।

৮. ডিকেপিআই নামক একটি পোর্টালের ডেঙ্গি আক্রান্ত রোগীদের সমস্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে।

৯. প্রত্যেক সপ্তাহে স্টাফ মিটিং করতে হবে । ডেঙ্গি আক্রান্ত রোগীদের দেখাশোনার জন্য থাকা প্রত্যেক স্তরের কর্মীদের নিয়ে এই আলোচনা সভা আয়োজন করা হবে । সেখানে নিয়মিত আপডেট দিতে হবে।

এরকমই আরও বেশ কয়েকটি নির্দেশিকা হয়েছে রাজ্য দফতরের ওই গাইডলাইনে। বিগত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে । কোনোভাবেই ডেঙ্গি সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। তাই পুনরায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিশেষ গাইডলাইন প্রকাশের সিদ্ধান্ত।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version