।। প্রথম কলকাতা ।।
মোদীর বড় ঘোষণা ভারতে ৬জি (6G) আসতে চলেছে। ৬জি (6G) কতটা পাওয়ারফুল? চমকে যাবেন ফিচার জানলে আপনি কোথায় কতটা নিরাপদ বলে দেবে এই নেটওয়ার্ক? কীভাবে তা রাতারাতি বদলে যেতে পারে দেশের প্রযুক্তি? একটা ঘোষণা আর তাতেই তোলপাড় শুরু ৮ হাজার গুণ বেশি গতি নিয়ে আসছে ভারতে আসছে ৬জি (6G)। কবে থেকে চালু হবে সিক্সথ জেনারেশন নেটওয়ার্ক? ৫জি (5G) খেলা সেভাবে চালু হয়নি। সেখানে ৬জি (6G) যা করে দেখাবে আপনি ভাবতেও পারবেন না।
আজকের রিপোর্টে সেটাই বোঝার চেষ্টা করব ঠিক আর কতটা ফাস্ট হবে আমাদের জীবন, ৬জি (6G) এলে নাকি এর কাজটাই হবে আসলে আমাদের রক্ষা করা? ২০২২র ৩ নভেম্বর থেকে দুবাইয়ে হয়েছিল সিক্স জি সামিট সেখানে আবু ধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউটের গবেষক মেরৌনে ডেব্বা বলেছিলেন সিক্স জি পরিষেবার কেন্দ্রবিন্দুতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (AI)। সিক্স জি চালু হলে তা যোগাযোগ ব্যবস্থার নতুন দিক খুলে দেবে। এর মানে মনুষ্যজাতির কাজ হবে আরও সহজে। আর এটা পেতে গেল আর কয়েকটা বছরের অপেক্ষা শুধু। 6G নিয়ে খানিকটা ধারণা দিয়েছে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা বলছেন রিমোট কন্ট্রোল রোবট মানুষের মতো ক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপগুলোর কাজ সিক্স-জি স্মার্টফোনের মাধ্যমে সক্ষম হতে পারে।
এটাও ধারণা করা হচ্ছে আমাদের পরিবেশে যত বিস্ফোরক বা বিষাক্ত রাসায়নিক আছে তা সিক্স-জি’র মাধ্যমে পরীক্ষা করা যাবে। রেষ্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময়ও কাজে লাগাতে পারবেন এ প্রযুক্তি নির্দিষ্ট ফিচার ব্যবহার করে জানতে পারবেন আপনার সামনে থাকা খাবার কতটা নিরাপদ। অন্ধকারে আপনি যা দেখবেন তারচেয়েও ভালো ছবি তুলতে সক্ষম এ প্রযুক্তি। সিক্স জি উচ্চ নির্দেশক অ্যান্টেনা ব্যবহার করতে সক্ষম হবে যা দুর্দান্ত কাভারেজ দেবে। সিক্স-জির গতি হবে ফাইভ-জির চেয়ে ৮ হাজার গুণ বেশি। সেই হিসাবে সিক্স-জির গতি হবে প্রতি সেকেন্ডে ১ টেরাবাইট। সিক্স-জি ফোনগুলো আপনার চারপাশের মানচিত্র তৈরি করতে সক্ষম হবে। ফোনে দিকনির্দেশক হিসেবে কিংবা আপনার পাশের ঘরে কেউ আছে কি-না তাও জানতে পারবে বলে ধারণা গবেষকদের।
বুঝতে পারছেন তো জীবন আরও কত ফাস্ট হতে চলেছে। কিন্তু কবে এমন প্রযুক্তি আসবে মানুষের হাতে? ইতিহাস বলে প্রতিটি দশকের শুরুতেয়বিশ্বজুড়ে ওয়্যারলেস প্রযুক্তির নতুন প্রজন্ম চালু হয়েছে সেই ভাবে চলতে থাকলে আনুমানিক ২০৩০ সাল নাগাদ বিশ্বে চালু হবে সিক্স জি পরিষেবা। আর সেখানেই নরেন্দ্র মোদীর ঘোষণা দেশে দ্রুত সিক্স জি পরিষেবা চালু করার পরিকল্পনা হচ্ছে। গবেষক মেরৌনে ডেব্বা বলছেন ২০২০ সাল থেকে সিক্স জি প্রযুক্তি নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়ে গিয়েছে। ২০২৬ সাল থেকে ট্রায়ালও শুরু করে দেওয়াযাবে বলে আশাবাদী ডেব্বা। ২০২৭ সাল থেকে এই প্রযুক্তির জন্য উপযুক্ত কম্পাঙ্ক চিহ্নিত করা শুরু হবে সব ঠিকঠাক চললে ২০৩০এই হবে বাজিমাত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম