পুজোর আগে ত্বক হবে ফুলের মতো, এই টোটকায় বাঁচবে পার্লারের খরচ

।। প্রথম কলকাতা ।।

সামনেই পুজো, বাড়িতেই পান ফুলের মত ত্বক। ব্যবহার করুন জাস্ট কয়েকটা ফুল। থাকবে না একটুও দাগছোপ। দরকার নেই পার্লারের ফেসিয়াল। নিমেষে বাড়বে ত্বকের জেল্লা। উধাও হবে ট্যান। অনেক তো ক্রিম ফেসপ্যাক ব্যবহার করলেন। টাকাও খরচ হল জলের মতো। এবার একটু অ্যাপ্লাই করুন প্রাকৃতিক ফুলের প্যাক। ক্ষতি তো হবেই না, বরং উপকার পাবেন প্রচুর। গ্লো করবে স্কিন।

খামোখা দামি দামি প্রসাধনের উপর ভরসা না রেখে, বাড়িতেই বানিয়ে নিন নিজের পছন্দ মতো ফুলের ফেসপ্যাক। গাঁদা ফুল ভীষণ কমন। বাজারে পাওয়া একেবারেই দুঃসাধ্য ব্যাপার নয়। কয়েকটা গাঁদা ফুল দশ মিনিট জলে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি ঠান্ডা করে ছেঁকে নিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন।

গোলাপ ফুলের হাজারো গুন। ত্বকের যত্নে কাজ করে ম্যাজিকের মতো। সেই প্রাচীন কাল থেকেই রূপচর্চায় গোলাপের আলাদা কদর। ফেসপ্যাক বানানোর জন্য প্রথমে কয়েকটা গোলাপের পাপড়ি ভালোভাবে বেটে নেবেন। তার সঙ্গে মেশাবেন এক চামচ মধু। এই মিশ্রণটি সপ্তাহে অন্তত দুদিন মুখে কুড়ি মিনিট মেখে রেখে দিয়ে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের উজ্জ্বলতা আগের থেকে অনেকটা বেড়েছে।

গোলাপে রয়েছে ভিটামিন ই এবং সি, যা আর ত্বকের প্রদাহ কমায় হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনে। গোলাপের পাপড়ির সঙ্গে দুধ মিশিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে মুখে ব্যবহার করতে পারেন। ত্বকের জন্য আরো উপকারী পদ্মফুল। পদ্ম ফুলের পাপড়ির সঙ্গে দুধ, মসুর ডাল ভালোভাবে বেটে সেই মিশ্রণ মুখে মেখে দশ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।

এবার আসা যাক জুঁই ফুলের কথায়। সুগন্ধের জন্য এই ফুল অনেকের কাছে ভীষণ প্রিয়। এক মুঠো জুঁই ভালো ভাবে নারকেল তেল দিয়ে বেটে মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। তারপর দশ মিনিট মিশ্রণটি রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের রুক্ষ শুষ্ক ভাব একেবারে উধাও। প্রাণ ফিরে পাবে নিষ্প্রাণ ত্বক। জুঁই ফুলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ দূর করবে। বাঁচাবে যে কোনো ধরনের সংক্রমণ থেকে।

যদি মুখে খুব বলিরেখা থাকে তাহলে চিন্তা নেই। শুধুমাত্র কয়েকটা জবা ফুলের সাহায্যে পেতে পারেন উজ্জ্বল বলিরেখা মুক্ত ত্বক। পাশাপাশি কমবে ব্রণ। সপ্তাহে অন্তত একদিন একটি পাত্রে জবা ফুলের গুঁড়ো, টক দই আর চন্দন ভালো ভাবে মিশিয়ে নিন। সেটি মুখে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন। আর যদি শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে জবা ফুলের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে পারেন একটু অলিভ অয়েল আর অ্যালোভেরা। ভালো উপকার পাবেন। নামিদামি কসমেটিকস নয়, ভরসা রাখুন প্রকৃতির গুণের উপর।

(এই তথ্যগুলি সাধারণ ধারণার জন্য কোন চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়, বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version