।।প্রথম কলকাতা।।
Ration Shop: নাগরিকদের সুবিধার্থে আরও বড় পরিবর্তন আনা হচ্ছে রেশন ব্যবস্থায়। রেশন দোকানের মাধ্যমে স্বল্প মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় খাদ্য সামগ্রী। কার্ডের প্রকার ভেদ অনুসারে বিভিন্ন পরিমাণে রেশন সামগ্রী পান পরিবারগুলি। সরকার প্রদত্ত এই সকল খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে চাল, গম, তেল ইত্যাদি। রেশন কার্ড থাকলেই মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পাওয়া যায়। রেশন কার্ডের ধরনের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন দোকান থেকে। সব কার্ডে পাওয়া যায় না একই পরিমাণ বা একই খাদ্যদ্রব্য। আসলে কোন গ্রাহক কত পরিমাণ খাদ্যশস্য পাবেন তা ঠিক হয় রেশন কার্ডের উপর। রেশন ডিলার সেই সামগ্রী বিতরণ করেন।
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির তরফ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে যে, রেশন দোকানগুলির মাধ্যমে এবার থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হতে পারে নাগরিকদের। গ্যাস সরবরাহ করার পাশাপাশি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রেশন দোকান থেকে দেওয়া হবে মুদিখানা সামগ্রী। ইতিমধ্যেই, তেল সংস্থাগুলির সঙ্গে ডাবর, আইটিসির মতো জনপ্রিয় সংস্থাগুলির চুক্তি হয়েছে। এর ফলে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন, ঠিক সেই রকমই আবার বাড়তি লাভের মুখ দেখতে পাবেন রেশন ডিলাররা। তবে, এইসব পরিকল্পনা কতদিনে বা কবে বাস্তবায়িত হবে, সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
গ্রাহকদের আর্থিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করে কার্ডের বিভিন্ন রকম শ্রেণি বিভাগ করা রয়েছে। এই কার্ডের ধরন অনুসারেই গ্রাহক বা উপভোক্তাদের রেশন দেওয়া হয়। এই ভাগ গুলি হল AAY, PHH, SPHH, RKSY এবং RKSY I সূত্রের খবর, গ্রাহকরা রেশন দোকান থেকে ক্রয় করা সমস্ত সামগ্রী এবার থেকে বাড়িতে বসেই পেতে পারবেন অর্থাৎ, জিনিসপত্র ক্রয় করার ক্ষেত্রে এবার থেকে ব্যবস্থা থাকবে হোম ডেলিভারির ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম