Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে প্রথমবার প্রধান অতিথির আসনে মিশরের প্রেসিডেন্ট, ঘোষণা বিদেশ মন্ত্রকের

।। প্রথম কলকাতা ।।

Republic Day 2023: নতুন বছর শুরু হওয়ার আগেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য এক প্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রধান অতিথি কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেছে নেওয়া হয়েছে মিশরের প্রেসিডেন্টকে। চলতি বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। আর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মনে রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আবদুল ফাট্টা আল সিসিকে।

দেখতে গেলে ভারতের প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে এই প্রথম মিশরের প্রেসিডেন্ট অতিথি হিসেবে উপস্থিত হবেন। মহামারীর জেরে বিগত দু’বছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান বাতিল হয়েছে। ২০২১-এ অনুষ্ঠানের জন্য ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু করোনার প্রকোপ বাড়তেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এমনকি চলতি বছরে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও, অনুষ্ঠান শেষ পর্যন্ত বাতিল হয়েছে। এরপর রবিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের সাধারণতন্ত্র দিবসের অতিথি হয়ে আসবেন সিসি। ২০২৩-এর অনুষ্ঠানে তিনিই হবেন প্রধান অতিথি।

এদিকে ২০২৩-এ G20 সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। সেখানেও মিশরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মিশরের বিদেশ মন্ত্রীর সঙ্গে এবছর বৈঠক সেড়েছেন ভারতের বিদেশ মন্ত্রী। সেই সময়েই মিশরের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ‘সংবাদ প্রতিবেদন’-এ প্রকাশিত খবর বলছে এমনটাই। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। আর প্রথমবার ভারতীয় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে বসবেন এই রাষ্ট্রনেতা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version