Adi Ganga : বদলে যাবে আদি গঙ্গার চালচিত্র, কাজের অগ্রগতি পরিদর্শনে মেয়র ফিরহাদ

।। প্রথম কলকাতা।।

Adi Ganga : প্রাচীন সময়ের বহু ঐতিহ্য নিজের মধ্যে বহন করে চলেছে তিলোত্তমা । তেমনই কলকাতার কালীঘাট মন্দিরের পেছন দিয়ে বয়ে চলেছে আদি গঙ্গা ( Adi Ganga) । এর মাধ্যমে হু হু করে জলস্রোত বইলেও এখন এর অবস্থা অত্যন্ত খারাপ। আর সেই কারণেই আদিগঙ্গা বা টালি নালা সংস্কারের কাজে হাত দিয়েছে কলকাতা পৌরসভা। তাতে আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। কলকাতা পৌরসভার তরফ থেকে আদিগঙ্গা সংস্কার নিয়ে বড় আশার আলো দেখানো হয়েছিল। শনিবার আদি গঙ্গা নৌকার মাধ্যমে ঘুরে দেখলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ( Firhad Hakim) ।

সূত্রের খবর অনুযায়ী, বিগত চার মাস ধরে কলকাতা পুরসভা এই আদি গঙ্গা সংস্কারের কাজ করছে। এখনও পর্যন্ত চলছে কাজ । তাতে অর্থ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার । আর সেই কাজ কতটা এগিয়েছে তা দেখতেই নৌকায় চড়ে আদিগঙ্গা পরিদর্শনে বেরোলেন কলকাতা পুরসভার ( KMC) মেয়র । তাঁর সঙ্গে ছিলেন পুরসভার অন্যান্য আধিকারিকরা। এই টালি নালা বা আদি গঙ্গার যতটুকু এলাকা কলকাতা পুরসভার আওতায় পড়ে , সেই কাজ পুরসভা করবে । আর বাদ বাকি কাজগুলির দায়িত্ব নেবে রাজ্যের সেচ দফতর । অর্থাৎ কলকাতা পুরসভা প্রথম দফায় মোট ৪.৭ কিলোমিটার এলাকার কাজ করবে।

এই আদি গঙ্গাকে নিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন দু ধারে থাকা কলকাতা ও সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । বর্ষাকালে কালীঘাটের নিচু এলাকাগুলিতে আদি গঙ্গা থেকে জল ঢুকে যায় বলেও জানা গিয়েছে। কাজেই এই সংস্কারের মাধ্যমে সেই সমস্যা থেকে অন্ততপক্ষে মুক্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এদিন আদি গঙ্গা পরিদর্শনে এসে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, ” ৩৪ বছর ধরে আগের সরকার আদি গঙ্গার এই পরিস্থিতিকে অবহেলা করে গেছে, যার খেসারত এখন দিতে হচ্ছে “।

একইসঙ্গে ফিরহাদ জানান , কেন্দ্র সরকারের প্রকল্প ‘নমামি গঙ্গাতে’ও আদি গঙ্গা সংস্কারকে যুক্ত করা হয়েছে। যদিও কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প এখনও পর্যন্ত অর্থ সাহায্যে এসে পৌঁছায়নি । তবে সেই অর্থ সাহায্য পৌঁছালে নদীর জলকে পরিষ্কার করা, নাব্যতা বৃদ্ধি করা, জোয়ারের সময় বান নিয়ন্ত্রণ করার মতো একাধিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বর্ষাকালে আদি গঙ্গার দু ধার দিয়ে কলকাতা পৌরসভা গাছ লাগাবে এমনটাই পরিকল্পনা করা হয়েছে বলেও জানালেন মেয়র।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version