Weather update: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি বাড়বে বুধ ও বৃহস্পতিবারে

।। প্রথম কলকাতা ।।

 

Weather update: দক্ষিণবঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি থাকবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার বাড়তে পারে বৃষ্টির পরিমান । বৃষ্টি বাড়তে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

 

তবে শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শহর কলকাতায়। বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে কলকাতায়।

 

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। তবে পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version