Weather update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমান

।। প্রথম কলকাতা ।।

 

 

Weather update: বঙ্গে বৃষ্টি অব্যাহত। শহর কলকাতা থেকে জেলা, প্রায় সর্বত্রই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে জারি থাকবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। সঙ্গে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে উত্তরের জেলাগুলিতে।

 

মঙ্গলবার বিকেলে সারাদেশেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ৮ জুলাই থেকে ৬ দিন আগেই সারাদেশের সমস্ত রাজ্যে পৌঁছে গেল বর্ষা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

 

অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version