Weather update: শনিবার থেকেই আবহাওয়ার বদল, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

।। প্রথম কলকাতা ।।

 

Weather update: রাজ্যের সমস্ত অংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। নিম্নচাপ এবং বর্ষা, এই দুইয়ের জেরে শনিবার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি বাড়তে পারে শহর কলকাতাতেও। শুক্রবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে তিলোত্তমায়। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়াতে পারে অস্বস্তি।

 

শনিবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। অন্যদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত শুক্রবার বিকেলে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে। এছাড়াও দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। এতদিন বর্ষা প্রবেশ করলেও সক্রিয় ছিল না মৌসুমী বায়ু।

 

অন্যদিকে শনিবার উত্তরবঙ্গের ৪ জেলা অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version