Pralay Ballistic Missile: ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবে ভয়ঙ্কর প্রলয় মিসাইল! ভয়ে কাঁপবে শত্রুরা

।। প্রথম কলকাতা ।।

Pralay Ballistic Missile: ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হতে চলেছে প্রলয় (Pralay), যার ভয়ে কাঁপবে শত্রু শিবির। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে ভারতীয় এবং চীনা সেনার সংঘর্ষের কারণে উত্তেজনার পারদ এখন চরমে। এসবের মাঝেই সম্প্রতি ভারত অগ্নি ফাইভ মিসাইলের মহড়া করেছিল। সেই আবহের রেশ এখনো কাটেনি। এর মাঝে ভারত নতুন করে প্রলয় ব্যালেস্টিক মিসাইলকে (Pralay Ballistic Missile) আনতে চলেছে। এটি অন্তত ১৫০ থেকে ৫০০ কিমি দূর পর্যন্ত শত্রু ঘাঁটিকে টার্গেট করতে সক্ষম।

প্রলয় মিসাইলে রয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি। আশ্চর্যের বিষয় হল, এই মিসাইল আকাশপথে একটি নির্দিষ্ট দূরত্ব যাবার পর নিজের রাস্তা নিজে বদলে ফেলতে পারবে। বিশেষজ্ঞ মহল আশা রাখছেন, এই মিসাইল ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হলে সেনাবাহিনীর শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে। উচ্চ পাল্লার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রলয় মিসাইল চলতি সপ্তাহে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অনুমোদন হতে পারে। স্বাভাবিকভাবেই এই প্রস্তাবটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানিয়েছেন, প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত সীমান্তে শত্রুদের মোকাবেলায় এই ধরনের রকেট তৈরির কথা বলেছিলেন। গত বছরের ডিসেম্বরে পরপর দুবার সফলভাবে প্রলয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়েছিল। খুব দ্রুত এটি সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে। প্রলয় মিসাইল গাইডেন্স সিস্টেমের মধ্যে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন এবং ইন্টিগ্রেটেড এভিওনিক্স। প্রলয় আধা ব্যালিস্টিক সারফেস টু সারফেস মিসাইল। এই উন্নত ক্ষেপণাস্ত্রটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা ইন্টারসেপ্টর মিসাইলকে ফাঁকি দিতে সক্ষম। এটি খুব সহজে বাতাসের একটি নির্দিষ্ট পরিসর কভার করার পর তার গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই মিসাইল তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। এই ক্ষেপণাস্ত্র বিকাশের প্রকল্পটি ২০১৫ সালের মার্চে ৩৩২.৮৮ কোটি টাকার বাজেটে অনুমোদিত হয়েছিল। প্রলয় Dongfeng 12 (CSS-X-15), 9K720 ইস্কান্ডার এবং Hyunmu 2 মিসাইলের ভারতীয় বিকল্প।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version