Gujarat Election 2022: বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ মোদীগড়ে, শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে

।। প্রথম কলকাতা ।।

Gujarat Election 2022: রাত পোহালেই প্রথম দফার ভোটগ্রহণ গুজরাটে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলির। প্রচার শুধু রাস্তায় নেমে নয়, চলছে সামাজিক মাধ্যমেও। প্রথম দফায় ৮৯টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ১৬২১ জন প্রার্থীর মধ্যে বৃহস্পতিবারে ভাগ্য পরীক্ষা ৭৮৮ জনের। ‘কলকাতা টিভি’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে ৭০ জন মহিলা ৩৩৯ জন নির্দল প্রার্থী।

বিগত ২৭ বছর ধরে গুজরাটে রাজ করছে বিজেপি। এবারেও যদি শাসনভার যায় গেরুয়া শিবিরের হাতে, তবে এরাজ্যে এক প্রকার ধুয়েমুছে যাবে কংগ্রেস। কিন্তু মোদী-শাহের রাজ্যে নজর রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। পঞ্জাবে ক্ষমতা দখলের পর গুজরাটকে পাখির চোখ করে সমস্ত রকমের প্রচারকার্য চালিয়ে গিয়েছে কেজরিওয়ালের দল। গুজরাটবাসীদের নিজেদের দিকে টানতে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে আপ। তাঁদের দাবি, মোদীগড়ে বিপুল ব্যবধানে জিতবেন গোপাল ইটালিয়া। ২০১৭-য় প্রথম গুজরাটে লড়ে ৩০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কেজরিওয়ালের দল। সেই সময়ে ২৮ হাজারের সামান্য বেশি ভোট পেয়েছিল তাঁরা।

১৮২ আসনের গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। সেদিন ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। যাদের মধ্যে ৬৯ জন মহিলা এবং ২৮৫ জন নির্দল প্রার্থী। ‘কলকাতা টিভি’র প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের আগে এক রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা জানিয়েছে, তিন ধরনের ভোটারের উপর আশাবাদী আপ। বিজেপি বিক্ষুব্ধ, কংগ্রেসের একের পর এক ব্যর্থতায় যাঁরা চটে রয়েছেন ও মনবদলু ভোটারদের উপর আস্থা রয়েছে আপের। এদিকে আগেরবারও একইভাবে সাফল্য ধরে রেখেছিল ভারতীয় জনতা পার্টি। ২০১৭-য় গুজরাটের বিধানসভা ভোটে ৯৯টি আসন গিয়েছিল বিজেপির ঝুলিতে, কংগ্রেস ৭৭টি এবং অন্যান্য দল ৬টি আসন পেয়েছিল। দেখতে গেলে গেরুয়া শিবিরকে জোর টেক্কা দিয়েছে হাত শিবির। এবার সঙ্গে রয়েছে আম আদমি পার্টি। এবারও কি ক্ষমতার রাশ নিজেদের হাতে রাখবে বিজেপি?

২০২৪-এর লোকসভা ভোটের আগে গুজরাট ও হিমাচল ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে। কিন্তু এই সব কিছুর মাঝে মোদীগড়ে ভোটের দিকে নজর রয়েছে সকলের। এই নির্বাচন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলাফল জানা যাবে ৮ ডিসেম্বর। হিমাচল প্রদেশের ভোটগ্রহণ আগেই হয়ে গিয়েছে। ফলাফল শুধু বের হবে একই দিনে। দেখার গুজরাটবাসী কাকে সমর্থন জানায়! তাঁরা ফের বিজেপিতেই ভরসা রাখে, নাকি পঞ্জাবের মতো গুজরাটেও গড়ে উঠবে নতুন সরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version