Mamata Banerjee: ‘কোভিড বিধি মেনেই মেলা হবে’, গঙ্গাসাগর প্রসঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে আজ সাক্ষাৎ করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নানান বিষয়ে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আজ ভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী (Chief minister)। প্রায় ঘন্টাখানেক পর সেখান থেকে বেরোন তিনি। তিনি জানান, ‘রাজ্যপালকে বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলাম এটাই আমাদের প্রথা।’

আমার অন্যদিকে বছরের শেষ এই সময়টা ভরপুর উৎসবের মরসুম। চিনে কোভিড (Covid) বাড়ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান যাতে দেশে না আসে সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো আর্জি জানাবেন? আজ এমনই প্রশ্ন তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে সাংবাদিকরা। তবে মুখ্যমন্ত্রী জানান ”এই প্রসঙ্গে তিনি বিশেষ কিছু জানেন না এ ব্যাপারে তিনি মন্তব্য করবেন না। ‘তবে আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন,’ উদ্বেগের কিছু হয়নি। কোভিড যদি আসে তাহলেও গঙ্গাসাগর মেলা হবে। আগে কোভিডের সময় নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা হয়েছিল’ বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন,’ কোভিডের মধ্যেও সিস্টেম মেনে গঙ্গাসাগর মেলা হয়েছিল। এবারও গঙ্গাসাগর মেলা হবে এবং সিস্টেম মেনেই হবে।’

গতকালই গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি নিয়ন্ত্রণের জন্য বিশেষ টিম তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন ওই টিমই পর্যবেক্ষণ করবে পরিস্থিতি। টিমের নেতৃত্বে থাকবেন রাজ্যের স্বাস্থ্য সচিব সঞ্জয় বনসাল। গত কয়েকদিন ধরে কোভিডের বাড় বাড়ন্ত নিয়ে বিশ্বের নানান প্রান্তে উদ্বেগের মেঘ ঘনিয়েছে। চীনের ভয়াবহ চিত্র সামনে এসেছি ইতিমধ্যেই। এমন অবস্থায় গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। কয়েক লক্ষ মানুষের ভিড় জমবে সাগর পাড়ে। তবে সমস্ত সিস্টেম মেনেই মেলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version