।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: বিগত দুটি বছরের ভয়ঙ্কর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে ফের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিলেন বিশ্ববাসী। মনে করা হয়েছিল মহামারীর কবল থেকে এই যাত্রায় মুক্তি মিলেছে। কিন্তু সেই স্বস্তির মাঝেই ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। আবার চিনেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিএফ.৭ (Omicron BF.7) ভীষণভাবে আতঙ্ক সৃষ্টি করেছে। সে দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহু। এই মতো পরিস্থিতিতে আগে ভাগেই সতর্কতা অবলম্বন করতে চাইছে ভারত। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই কোভিড পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য কমিটি গঠন করার কথা জানান।
তিনি এদিন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) সঙ্গে বড়দিন উপলক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ করেন রাজভবনে। আর তারপর রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই ভেবেছিলাম কোভিড হয়তো শেষ হয়ে গিয়েছে। কিন্তু আবার সেই করোনা চিনে হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন,’ পরিস্থিতির উপর নজরদারি রাখার জন্য কমিটি গঠন করা হয়েছে। কীভাবে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়টি পর্যালোচনা করা হবে। ইতিমধ্যেই দিল্লি- কেরালায় হয়েছে সুতরাং দিল্লি থেকে এখানে আসতে কত সময় লাগবে। জনসাধারণকে সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে’।
জানা গিয়েছি, ইতিমধ্যেই রাজ্যের কোভিড পরিস্থিতিতে কড়া নজরদারি রাখার জন্য স্বাস্থ্য এবং প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা সদস্যদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ শেষ হবার ঠিক আগের মুহূর্তে আবারও করোনার নতুন ভ্যারিয়েন্টের ভয়ে কাঁপছে বিশ্ববাসী । নতুন করে উদ্বেগ তৈরি করেছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭। চিনে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার জন্য দায়ী এই ভ্যারিয়েন্ট। তবে ভারতেও ইতিমধ্যে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত তিন জনের দেহে এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। যা প্রথম শনাক্ত করে গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার। তাই প্রথম থেকেই কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছে ভারত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম